Some basic questions and answers in chemistry- রসায়ন বিজ্ঞানের কিছু প্রাথমিক প্রশ্নোত্তর

Some Basic Questions And Answers in Chemistry
রসায়ন বিজ্ঞানের কিছু প্রাথমিক প্রশ্নোত্তর


Some basic questions and answers in chemistry- রসায়ন বিজ্ঞানের কিছু প্রাথমিক প্রশ্নোত্তর
Some basic questions and answers in chemistry- রসায়ন বিজ্ঞানের কিছু প্রাথমিক প্রশ্নোত্তর


বন্ধুরা আশাকরি তোমরা সবাই ভালো আছো, 

আজ আমরা তোমাদের জন্য প্রাথমিক রসায়ন এর কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে 

এসেছি, যা তোমাদের বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে|  এরকম আরো

 ইম্পর্টেন্স নোট পেতে এক্ষুনি আমাদের টেলিগ্রাম  গ্রুপ এ জয়েন করো, চলুন শুরু করা যাক,


  • পদার্থের ক্ষুদ্রতমা কণা – অণু 

  • কোনো পদার্থের মূল কণা কটি ও কি কি ?- পদার্থের মূল কণা ৩টি ও তাদের নাম গুলি হল ইলেকট্রোন, প্রােটন ও নিউট্রন

  • তেজস্ক্রিয় রশ্মিতে কোন কোন কণিকা থাকে ? তেজস্ক্রিয় রশ্মিতে তিনটি কণা থাকে. আলফা, বিটা ও গামা কনিকা

  • কে সর্বপ্রথম উন্নত ধরণের বিস্ফোরােক আবিষ্কার করে ধনী হয়েছিলেন- সর্বপ্রথম উন্নত ধরণের বিস্ফোরােক আবিষ্কার করে ধনী হয়েছিলেন আলফ্রেড নােবেল

  • পদার্থের পরমাণুর প্রােটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কি ভিন্ন  না সমান - উত্তর : পদার্থের পরমাণুর প্রােটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা পরস্পর সমান। 

  • ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ – ডিজিটাল সিগনাল ডেটাবেজ 

  • পীট কয়লা ভৌতিক গঠন  – ভিজা ও নরম

  • পৃথিবী কোনো বস্তুকে  যে বল দ্বারা আকর্ষণ করে তাকে কি বলে ? উত্তর: পৃথিবী কোনো বস্তুকে  যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে |

  • বরফ গলনের সুপ্ত তাপ কত –  বরফ গলনের সুপ্ত তাপ হল ৮০ ক্যালরি 

  • পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃষ্টি করার পদ্ধতি কে কি বলে  - পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃষ্টি করার পদ্ধতি কে ফিউশন বিক্রিয়া বলে |

  • ০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতিবেগ কত  - ০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতিবেগ হল ৩৩২ মিটার/সেকেন্ড

  • বায়ু এক প্রকার – মিশ্র পদার্থ

  • লােহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে – গ্যালভানাইজিং

  • আলাের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে - মরিচিকায়

  • সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি- সৌর রশ্মি 

  • জল বরফে পরিণত হলে - আয়তনে বাড়ে

  • ৪৬০ মিটার/ সেকেণ্ড গতিবেগে পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ? ৪৬০ মিটার/ সেকেণ্ড গতিবেগে পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কারণ পৃথিবীর মার্ধকর্ষণ  শক্তির জন্য|

  • জল কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে 

  • বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী - টাংস্টেন দিয়ে 

  • CFC বা ক্লোরােফ্লোরাে কার্বন পৃথিবীর কি ধরণের ক্ষতি করছে ? CFC বা ক্লোরােফ্লোরাে কার্বন পৃথিবীর  ওজন স্তর নষ্ট করে দিচ্ছে|

  • চা তাড়াতাড়ি ঠান্ডা করার  জন্য কালাে রংয়ের কাপ কেন ব্যবহার করা হয়?-  চা তাড়াতাড়ি ঠান্ডা করার  জন্য কালাে রংয়ের কাপ ব্যবহার করা হয় কারণ কাল রংয়ের তাপ শােষণ ক্ষমতা বেশি

  • ডুবোজাহাজ থেকে জলের উপরে দেখার জন্য কোন যন্ত্র ব্যাবহৃত হয় ?-  ডুবোজাহাজ থেকে জলের উপরে দেখার জন্য পেরিস্কোপ যন্ত্র ব্যাবহৃত হয়|

  • চা দেরিতে ঠান্ডা করার  জন্য সাদা রংয়ের কাপ কেন ব্যবহার করা হয়?-  চা দেরিতে ঠান্ডা করার  জন্য সাদা রংয়ের কাপ ব্যবহার করা হয় কারণ সাদা রংয়ের তাপ শােষণ ক্ষমতা কম|

  • ব্যাটারি হতে পাওয়া যায় – ডিসি কারেন্ট

  • শব্দের গতি সবচেয়ে বেশি - কঠিন মাধ্যমে 

  • সর্বোত্তম তড়িৎ পরিবাহক – তামা

  • শব্দের গতি সবচেয়ে কম - বায়বীয় মাধ্যমে

  • ডিনামাইট আবিস্কার করেন – আলফ্রেড নােবেল

  • তিনটি মূখ্য বর্ণ – লাল, সবুজ ও নীল। 

  • পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় – গ্রাফাইট

  • ৪০ সে: তাপমাত্রায় পানির ঘনত্ব - সর্বোচ্চ

  • শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে - সুপারসনিক বিমান 

  • ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লটোনিয়াম হল – তেজস্ক্রিয় পদার্থ 

  • বায়ুতে শব্দোর গতিবেগ কত ? - বায়ুতে শব্দোর গতিবেগ হল ৩৪৩ মিটার/ সেকেণ্ড 

  • কাঁচা লােহা, ইস্পাত ও কোবাল্ট – চুম্বক পদার্থ 

  • নিউটনের বিখ্যাত বই - “ন্যাচারাল ফিলােসােফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা” 

  • আলাের নিয়মিত প্রতিফলণ ঘটে – দর্পনে

  • কোন একক দ্বারা বিদ্যুৎ শক্তির গণনা করা হয় ? - বিদ্যুৎ শক্তির গণনা করা কিলােওয়াট / ঘন্টা (KW/h)  একক দ্বারা
 
  • স্টিফেন হকিন্স একজন - পদার্থবিদ 

  • পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি – জীবাশ্ম জ্বালানি

  • ১ অশ্ব শক্তি (H.P.) বলতে কত ওয়াট বোঝায় ?-  ১ অশ্ব শক্তি (H.P.) বলতে ৭৪৬ ওয়াট বোঝায়|

  • সূর্য থেকে আগত সবথেকে ক্ষতিকর রশ্মির  নাম কি ? - সূর্য থেকে আগত সবথেকে ক্ষতিকর রশ্মির  নাম হল অতি বেগুণী রশ্মি ।

  • এক্সরে এর একক – রনজেন

  • তেজস্ক্রীয়তার একক এর নাম কি ও তার আবিস্কারক এর নাম কি ? - তেজস্ক্রীয়তার একক এর নাম হল  কুরি এবং  তার আবিস্কারক এর নাম হল হেনরী বেকুইরেল

  •  রেডিয়াম আবিস্কার করেন – মাদাম কুরি

  • পৃথিবীর বিভিন্ন জায়গায় অভিকর্ষজ ত্বরণ g এর মান কি রকম ?- পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ g এর মান শূন্য,  মেরু অঞ্চলে সবচেয়ে বেশী , বিষুবীয়  অঞ্চলে সবচেয়ে কম

  • পারমাণবিক বােমা উৎপন্ন হয় – ফিশন পদ্ধতিতে

  • বাদুড় চলাফেরা করে - সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে

  •  হাইড্রোজেন বােমা উৎপন্ন হয় – ফিউশন পদ্ধতিতে

  • চাঁদে অভিকর্ষজ ত্বরণ g এর মান কত ?- চাঁদে অভিকর্ষজ ত্বরণ g এর মান পৃথিবীর ৬ ভাগ এর ১ ভাগ 

  • পারমানবিক ওজন = প্রােটন ও নিউট্রনের ওজন
 
  • পৃথিবীর মুক্তিবেগ - ১১.২ কি.মি./সে

  • প্লবতা সূত্র আবিস্কার করেন - আর্কিমিডিস 

  • মঙ্গল গ্রহের মুক্তি বেগ - ৫.১ কি.মি./সে

  • দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন - গ্যালিলিও

  • গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি - তিনটি 

  • গতির সূত্র আবিস্কার করেন - নিউটন

  • ইস্পাত ও রাবারের মধ্যে বেশী স্থিতিস্থাপক - ইস্পাত 

  • আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন – আলবার্ট আইনস্টাইন।

  •  বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয় – শব্দ

  • কয়েকটি লব্ধ রাশির উদাহরণ দাও ?- লব্ধ রাশির উদাহরণ হল বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি 


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.