Some Important Q&A competitive exams from the history of the national movement in India- ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কম্পেটিটভ পরীক্ষার জন্য

ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 


Some Important Q&A competitive exams from the history of the national movement in India- ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ  প্রশ্নোত্তর কম্পেটিটভ পরীক্ষার জন্য
Some Important Q&A competitive exams from the history of the national movement in India- ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ  প্রশ্নোত্তর  

বন্ধুরা,

আজ আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য ভারতের জাতীয় আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ  প্রশ্নোত্তর নিয়ে এসেছি, যা হয়তো তোমাদের বিভিন্ন সরকারি চারকরি যেমন WBCS পরীক্ষাতে কিছুটা সাহায্য করবে . এরকম আরো বিভিন্ন  বিষয়ের ইম্পর্টেন্ট নোটস পেতে অনুগ্রহ করে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন .

  • ভাইযাচারি ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল ? উত্তরঃ পাঞ্জাব। .

  • ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার লাভ করে ? উত্তরঃ ১৮৫৮ খ্রিষ্টাব্দে।

  • মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয় ? উত্তরঃ ১৮৮৪ খ্রিস্টাব্দ। 

  • রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কত সালে স্থাপিত হয় ?উত্তরঃ ১৯২৫ খ্রিস্টাব্দে। 

  • নৌ বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয় ? উত্তরঃ ১৯৪৬ সালে।

  • নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে কবে পাশ করেন ? উত্তরঃ ১৮৭৬ খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক।। 

  • হরিপুরাতে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সভাপতি কে ছিলেন ? উত্তরঃ সুভাষচন্দ্র বসু। 

  • সাইমন কমিশন কবে গঠিত হয় ? উত্তরঃ ১৯২৭ খ্রিস্টাব্দে। 

  • ফরওয়ার্ড ব্লক কত খ্রিস্টাব্দে গঠিত হয় ? উত্তরঃ ১৯৩৯ সালে। 

  • ‘সমৃদ্ধ ব্রিটিশ ভারত’ গ্রন্থটি কার লেখা ? উত্তরঃ উইলিয়াম ডিগবি।

  • ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ মানবেন্দ্র রায়। 

  • জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্ত সংক্রান্ত হান্টার কমিশনের রিপাের্ট কবে প্রকাশিত হয় ? উত্তরঃ ১৯১৯ খ্রিস্টাব্দে। 

  • দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতা কে ? উত্তরঃ সুভাষচন্দ্র বসু। 

  • কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? উত্তরঃ ১৮৩৫ সালে। 

  • Do or Die - কোন আন্দোলনের স্লোগান ? উত্তরঃ ভারত ছাড়াে আন্দোলনের। 

  • বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ? উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।।

  • “দয়ানন্দ অ্যাংলাে বেদিক’ স্কুলের প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ লালা হংসরাজ। 

  • বাঘা যতীনের পুরাে নাম কি ? উত্তরঃ যতীন্দ্রনাথ মুখােপাধ্যায়। 

  • কে শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন ? উত্তরঃ গােবিন্দ সিং। 

  • কবে ‘মার্লো-মিন্টো সংস্কার আইন’ প্রবর্তিত হয় ? উত্তরঃ ১৯০৯ সালে। 

  • ভারতের বিপ্লবীবাদের জননী নামে কাকে ডাকা হয় ? উত্তরঃ ভিকাজি রুস্তম কামা।

  • কে সর্বপ্রথম ‘বয়কট’ -র আহ্বান করেন ? উত্তরঃ কৃষ্ণকুমার মিত্র। 

  • ‘স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র’ -র সার্থক রূপকার কে ? উত্তরঃ মােহাম্মদ আলী জিন্নাহ। 

  • স্বরাজ দলের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। উত্তরঃ এলাহাবাদ। 

  • স্বরাজ দলের প্রথম সম্পাদর উত্তরঃ মতিলাল নেহেরু।

  • পুনা চুক্তি সাক্ষরিত হয়েছিল কবে ? উত্তরঃ ১৯৩২ সালে

  • আমিনী কমিশন কে, কবে গঠন করে ? উত্তরঃ ১৭৭৬ খ্রিস্টাব্দে, লর্ড ওয়ারেন হেস্টিংস। 

  • ‘জয়হিন্দ স্লোগানটি’ কে দিয়েছিলেন ? উত্তরঃ নেতাজি সুভাষচন্দ্র বসু।

  • দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত সােমপ্রকাশ কি ধরনের পত্রিকা ? উত্তরঃ সাপ্তাহিক পত্রিকা।

  • গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ লালা হরদয়াল। 

  • উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয় ? উত্তরঃ ১৮৫৪ খ্রিস্টাব্দে।। 

  • বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন ? উত্তরঃ তিতুমীর। 

  • সংবাদপত্র দমন আইন’ কোন বড় লাট প্রত্যাহার করেন ? উত্তরঃ রর্ড রিপন। 

  • শের-ই-বাংলা কাকে বলা হয় ? উত্তরঃ আবুল কাশেম ফজলুল হক। 

  • কত সালে চুয়ার বিদ্রোহ হয়েছিল ? উত্তরঃ ১৭৯৯ সালে। 

  • লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন ? উত্তরঃ কাজী নজরুল ইসলাম। 

  • কে স্বাধীনতার বৃক্ষ রােপন করেছিলেন ? উত্তরঃ টিপু সুলতান। 

  • সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা কোথায় হয়েছিল ? উত্তরঃ ব্যারাকপুরে

  • রঞ্জিত সিংহকে কে রাজা উপাধি দিয়েছিলেন ? উত্তরঃ কাবুল অধিপতি জামানশাহ। 

  • নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ উর্মিলা দেবী। 

  • “মিলন মন্দির’ কে স্থাপন করেন ? উত্তরঃ আনন্দমােহন বসু। 

  • রণজিৎ সিংহের রাজধানী কোথায় ছিল ? উত্তরঃ লাহাের। 

  • কসাই কাজী কাকে বলা হত ? উত্তরঃ কিংসফোর্ড।

  • স্বত্ববিলােপ নীতি কে, কবে প্রবর্তন করেন ? উত্তরঃ ১৮৪৮ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি। 

  • পাক প্রণালি গ্রন্থটি রচয়িতা কে ? উত্তরঃ বিপ্রদাস মুখােপাধ্যায়। 

  • কোন যুদ্ধকে অকল্যান্ডের বােকামি বলা হয় ? উত্তরঃ প্রথম ইঙ্গ আফগান যুদ্ধকে।। 

  • শ্রীরামপুর মিশন কে তৈরি করেন ? উত্তরঃ উইলিয়াম কেরি। 

  • ফরাজী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ হাজী শরীয়ত উল্লাহ।

  • ভারতমাতা চিত্রটির সৃষ্টিকর্তা কে ? উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর। 

  • গান্ধী বুড়ি কাকে বলা হত ? উত্তরঃ মাতঙ্গিনী হাজরা। 

  • সত্যশােধক সমাজ কে গঠন করেন ? উত্তরঃ জ্যোতিবা ফুলে। 

  • নববিধান ব্রাহ্মসমাজ কে গঠন করেন ? উত্তরঃ কেশব চন্দ্র সেন।। 

  • রেডিক্যাল ডেমােক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ মানবেন্দ্রনাথ রায়।

  • ভারত সভা কে কবে প্রতিষ্ঠা করেন ? উত্তরঃ ১৮৭৬ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 

  • সাধারন জনশিক্ষা কমিটি কবে গঠিত হয় ? উত্তরঃ ১৮২৩ খ্রিস্টাব্দে।

  • বাংলার নানাসাহেব কাকে বলা হয় ? উত্তরঃ রামরতন মল্লিক। 

  • ‘অর্ধেক জীবন’ গ্রন্থটি কে রচনা করেন ? উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়।

  • ভারতীয় জাতীয়তাবাদের গুরু কাকে বলা হয়? উত্তরঃ স্বামী বিবেকানন্দ। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.