ইতিহাসের উল্লেখযোগ্য কিছু সন ও ঘটনা Some Significant Years and Events in History
Some Significant Years and Events in History- ইতিহাসের উল্লেখযোগ্য কিছু সন ও ঘটনা |
বন্ধুরা
আজ আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য ভারতের ইতিহাসের উল্লেখযোগ্য কিছু সন ও ঘটনার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এসেছি, যা হয়তো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কিছুটা সাহায্য করবে . এরকম আরো বিভিন্ন বিষয়ের ইম্পর্টেন্ট নোটস পেতে অনুগ্রহ করে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন
- কত খ্রিস্টাব্দে কুশান সম্রাট কনিস্ক সিংহাসনে বসেন ?উত্তর : কুশান সম্রাট কনিস্ক সিংহাসনে ৭৮ খ্রিস্টাব্দে বসেন|
- কত সালে চীনা পর্যটক ফা হিয়েন ভারত অভিযান করে? উত্তর : ৪০৫ খ্রিস্টাব্দে চীনা পর্যটক ফা হিয়েন ভারত অভিযান করেন |
- কত সালে হিউয়েন সাং ভারতেএসে ছিলেন? উত্তর : ৬৩০ খ্রিস্টাব্দ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দে হিউয়েন সাং ভারতেএসে ছিলেন|
- কত খ্রিস্টাব্দে সুলতান মামুদ ভারত আক্রমণ করেন ? উত্তর :১০০০ খ্রিস্টাব্দে সুলতান মামুদ ভারত আক্রমণ করেন |
- কত খ্রিস্টাব্দে অলবিরুনি ভারত অভিযান করেন? উত্তর : ১০১৭ খ্রিস্টাব্দে অলবিরুনি ভারত অভিযান করেন|
- কত খ্রিস্টাব্দে গজনীর সুলতান মামুদ সােমনাথ মন্দির লুঠ করেন? উত্তর : ১০২৬ খ্রিস্টাব্দে গজনীর সুলতান মামুদ সােমনাথ মন্দির লুঠ করেন|
- কত খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল? উত্তর : তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল ১১৯১ খ্রিস্টাব্দে|
- কত খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল? উত্তর : ১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল|
- কত খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক কর্তৃক " সুলতান " উপাধি গ্রহন হয় ? উত্তর : ১২০৬ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক কর্তৃক " সুলতান " উপাধি গ্রহন হয়|
- কত খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হয় ? উত্তর : ১২০৬ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হয়|
- কত খ্রিস্টাব্দে দিল্লীতে কুতুব মিনার নির্মিত হয় ? উত্তর : ১২৩১-৩২ খ্রিস্টাব্দে দিল্লীতে কুতুব মিনার নির্মিত হয়|
- কত খ্রিস্টাব্দে তুকলক বংশের প্রতিষ্ঠা হয় ? উত্তর : ১৩২০ খ্রিস্টাব্দে তুকলক বংশের প্রতিষ্ঠা হয়|
- কত খ্রিস্টাব্দে বাহমনী রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল ? উত্তর : বাহমনী রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল ১৩৪৭ খ্রিস্টাব্দে|