WB Forest Bana Sahayak GK Question Answer 2020
সুপ্রিয় বন্ধুরা,
আমাদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বন সহায়ক পদের নিযুক্তির জন্য আজ আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি , যা আপনাদের বন সহায়ক পদের নিযক্তিতে সাহায্য করবে ।
এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন দ্বারা জানা গিয়েছে বন সহায়ক পদের নিযক্তিতে কনো লিখিতো পরিক্ষা হবে না । সরাসরি ইন্টারভিউ দ্বারা নিযুক্ত করা হবে ।
ইন্টারভিউতে যে সমস্ত বিষয় গুলির গুলির উপর ভিত্তি প্রশ্নোত্তর হবে সেগুলি হলো
- রাইটিং এর স্কিল - ৩০ নম্বর
- ইংরেজি বা হিন্দি রিডিংএর স্কিল- ১০ নম্বর।
- জেনারেল নলেজ মৌখিক পরীক্ষা- ২০ নম্বর।
- ফিজিক্যাবাংলা রিডিংএর স্কিল - ৩০ নম্বর
- বাংলাল ফিটনেস -১০ নম্বর
ইন্টারভিউতে আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর
- Indian Tiger project চালু হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭৩ সালে।
- ভারতবর্ষের Wild Life Protection Society of India' কত সালে প্রতিষ্ঠিত হয় ?
- WWF এর পুরাে কথা কি?
উত্তরঃ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার।
- ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?
উত্তরঃ দেরাদুনে।
- কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তরঃ অসমে ।
- সম্পূর্ণরূপে বিলুপ্ত একটি প্রাণীর নাম লেখাে।
উত্তরঃ এশিয়াটিক চিতা।
- বর্তমানে ভারতে মােট অভয়ারণ্যের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৫৪৩টি।
- কবে বসুন্ধরা দিবস পালিত হয় ?
উত্তরঃ ২২শে এপ্রিল।
- পরিবেশ দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ৫ই জুন।
- আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ১৫ই মে।
- জীববৈচিত্র্যের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তরঃ অষ্টমতম।
- পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে ?
উত্তরঃ ১৯৪৭ সালে।
- পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত ?
উত্তরঃ সুন্দরবনে ।
- পশ্চিমবঙ্গের মােট আয়তন কত ?
উত্তরঃ প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি।
- কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশে।
- পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত ?
উত্তরঃ পূর্বদিকে।
- রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭১ সালে ।
- পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত ?
উত্তরঃ বঙ্গোপসাগর।
- শহরাঞ্চলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ কি ?
উত্তরঃ জলাভূমি ভরাট।
- পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি ?
উত্তরঃ কলকাতা।
- ‘জীবসম্পর্কিত বৈচিত্র্য’ পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তরঃ টমাস ই লাভজয়।
- পশ্চিমবঙ্গের তিনদিক কি দ্বারা বেষ্টিত ?
উত্তরঃ স্থলভাগ।
- পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?
উত্তরঃ কলকাতা।
- পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত ?
উত্তরঃ ১৬টি।
- পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি ?
উত্তরঃ বাংলা।
- পশ্চিমবঙ্গের লােকসভার আসন সংখ্যা কত ?
উত্তরঃ ৪২টি।
- পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি ?
উত্তরঃ মেছাে বিড়াল।
- পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত ?
উত্তরঃ ২৯৪টি।