পরমাণুর গঠন সমন্ধে সংক্ষিপ্ত আলোচনা - Brief Discussion on Atomic Structure

পরমাণুর গঠন সমন্ধে সংক্ষিপ্ত আলোচনা - Brief Discussion on Atomic Structure 


পরমাণুর গঠন সমন্ধে সংক্ষিপ্ত আলোচনা - Brief Discussion on Atomic Structure
পরমাণুর গঠন সমন্ধে সংক্ষিপ্ত আলোচনা - Brief Discussion on Atomic Structure


ডাল্টনের পরমাণুবাদ

ভারতীয় ঋষি কানাদ প্রথম বলেন যে প্রতিটি পদার্থ ছোট কণা দিয়ে গঠিত। তারা এই কণাগুলোকে পরমাণু হিসেবে নামকরণ করেছে। গ্রিক দার্শনিক ডেমােক্রিটাসও এই পারমাণবিক তত্ত্বের কথা বলেন। যাইহোক, ব্রিটিশ বিজ্ঞানী ডালটন প্রথম পারমাণবিক সম্পর্কে একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্ব ঘোষণা করেন। এটি ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত।

ডাল্টনের পরমাণুবাদের লক্ষণ

বিজ্ঞানী ডালটনের মতে, সকল পদার্থ পরমাণু দিয়ে তৈরি এবং এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে -


1. প্রতিটি মৌলিক পদার্থ অসংখ্য ক্ষুদ্র অখণ্ড কঠিন কণা নিয়ে গঠিত। এই ক্ষুদ্রতম অখণ্ড কণাগুলি হলো পরমাণু।

২. একই মৌলীক পদার্থের প্রতিটি পরমাণুর ভর ও ধর্ম একই।

3. বিভিন্ন মৌলীক পদার্থের উপাদানের পরমাণুর ভর এবং ধর্ম ভিন্ন ভিন্ন।

4. একটি রাসায়নিক বিক্রিয়ার সময়, বিভিন্ন মৌলের পরমাণু একটি যৌগ গঠন করতে সহজ অনুপাতে একত্রিত হয়ে একটি নতুন যৌগিক পদার্থ গঠন করে।

5. বিভিন্ন পরীক্ষা এখন প্রমাণিত হয়েছে যে ডাল্টনের পরমাণুবাদে কিছু ত্রুটি আছে। উদাহরণস্বরূপ, "পরমাণু অখণ্ড" - ডাল্টনের মতানুসারে এই উক্তিটি সঠিক নয় । টমসন, রাদারফোর্ড এবং স্যাডউইকের মতানুসারে, "পরমাণু অখণ্ড নয়" বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তারা প্রমাণ করেন যে  পরমাণুর মধ্যে আরো  তিনটি কণা বর্তমান। এগুলো হল ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন।


ইলেকট্রন

বিজ্ঞানী জে জে টমসন সর্বপ্রথম ১৮৯৭ সালে  ইলেকট্রন কনা  আবিষ্কার করেন। ইলেকট্রন একটি পরমাণুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কণাগুলির মধ্যে একটি। এটি একটি অপেক্ষাকৃত হালকা কণা। এর ভর  9.1x10−31 কেজি। ইলেকট্রন একটি ঋণাত্মক চার্জিং কণা। এই ইলেকট্রন কণার মান বা আধান হলো  -1.6 X 10−19  কুুুলম্ব| এটা বিদ্যুতের ক্ষুদ্রতম মান। অন্য কোণে কোন বস্তুর চার্জ সবসময় ইলেকট্রনের চার্জের একটি সহজ গুণক হয়।


প্রোটন

সকল মৌলের পরমাণুর আরেকটি প্রধান উপাদান হল প্রোটন।  তুলনামূলকভাবে প্রোটন একটি ভারী কনা । এর ভর 1.6725 × 10−27  কেজি যা একটি ইলেকট্রনের ভরের প্রায় ১৮৩৬ গুণ। প্রোটন একটি ধনাত্মক বা পসিটিভ চার্জ যুক্ত কণা। এর চার্জ একটি ইলেকট্রনের চার্জের সমান কিন্তু বিপরীত। তাই প্রোটনের চার্জ 1.6 x 10−19 কুলম্ব।


নিউট্রন

বিজ্ঞানী স্যাডউইক ১৯৩২ সালে সর্বপ্রথম নিউট্রন কণা সনাক্ত করেন। সাধারণত হাইড্রোজেন ছাড়া অন্য সকল মৌলের পরমাণুতে নিউট্রন আছে। একটি নিউট্রন একটি নিষ্ক্রিয় বা নিস্তড়িৎ কণা। অর্থাৎ  নিউট্রনের নিজস্ব  কোনো চার্জ বা আধান নেই| নিউট্রনের ভর 1.6750x10−27 কেজি, যার মানে নিউট্রন কণা প্রোটন কণার চেয়ে সামান্য ভারী।


এই তিনটি কণা ছাড়াও, আরো কিছু মৌলিক কণা এখন আবিষ্কৃত হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.