RRB NTPC | WBCS সহায়ক প্রশ্নোত্তর GK MCQ Part-02

RRB NTPC | WBCS সহায়ক প্রশ্নোত্তর GK MCQ Part-02


RRB NTPC | WBCS সহায়ক প্রশ্নোত্তর GK MCQ Part-01
RRB NTPC | WBCS সহায়ক প্রশ্নোত্তর GK MCQ Part-02

Hi

বন্ধুরা আজ তোমাদের জন্য কলমের পক্ষ থেকে কিছু প্রশ্নোত্তর ও Mocktest নিয়ে এসেছি । যা তোমাদের WBCS , RAIL NTPC , WBSI , WB Abgari প্রভৃতি চাকরির পরীক্ষা দিতে কনফিডেন্ট ও শক্তিশালী করে তুলবে । সুতরাং আর দেরি না করে তাড়াতাড়ি প্রশ্ন গুলি নোট করে নাউ । আর নিজের প্রিপারেশন চেক করতে MOCKTEST টি দিতে পারো । আর এরকম আরো ইম্পর্টেন্স চাকরির খবর ও তার প্রস্তুতির জন্য আমাদের টেলি-গ্রাম গ্রুপ এ জয়েন করো ।


সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? 

হেমন্ত সেন  

বল্লাল সেন 

লক্ষণ সেন 

বিজয় সেন 


সুপ্রজনন বিদ্যার জনক হলেন- 

অ্যাডাম স্মিথ 

চার্লস ডারউইন 

গ্রেগর জোহান মেন্ডেল 

এদের কেউই নন


শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

দিল্লি

থানেশ্বর

কর্ণ সুবর্ণ

এগুলির কোনটাই নয়


মেনিনজাইটিস রোগের দ্বারা আক্রান্ত অংশটি হল-

অগ্ন্যাশয়

লিউকোমিয়া

মস্তিস্ক ও সুষুম্নাকান্ড

দাঁত এবং মাড়ি


´শিলাদিত্য` কার উপাধি ছিল?

মিহিরকুল-এর

রাজ্যবর্ধনের

হর্ষবর্ধনের

শশাঙ্কের


সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

বিজয় সেন

লক্ষণ সেন

হেমন্ত সেন

বল্লাল সেন


কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

ওয়ারেন হেস্টিংস

কর্নেল হিক

কর্নেল কিক

জেমস রক


ক্যামেরা কে আবিষ্কার করেন?

রবার্ট হুক

রবার্ট ব্রাউন

জর্জ ইস্টম্যান

সিম্পসন ও হ্যারিসন


পালবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?

রামপাল

ধর্মপাল

দেবপাল

গোপাল


মাকড়শা,কাঁকড়া বিছের রেচন অঙ্গটির নাম কী?

বোজেনাসের অঙ্গ

কক্সাল গ্রন্থি

কেবারের অঙ্গ

অ্যামিবোসাইট কোশ


খারবেল-এর রাজধানীর নাম কী?

পাটলিপুত্র

বৌশালী

কলিঙ্গ

ফতেপুর সিক্রি


দিল্লীর রাজধানীর নাম কী?

কাভারাত্তি

দিল্লি

সিমলা

পুদুচেরি


ভারতীয় সার্জারির/প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয়?

সুশ্রুত

দাদা সাহেব ফালকে

নন্দলাল বোস

প্রশান্ত চন্দ্র মহালনাবিশ


বর্তমান ভারত কে রচনা করেন?

অরবিন্দ ঘোষ

রামমোহন রায়

বিদ্যাসাগর

স্বামী বিবেকানন্দ


লাক্ষাদ্বীপ এর রাজধানীর নাম কী?

কাভারাত্তি

সিমলা

পুদুচেরি

দিল্লি


চলুন মকটেস্ট শুরু করা যাক 

Quiz Application

প্রতিটি প্রশ্নের জন্য 20 সেকেন্ড সময় পাবে .

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.