RRB NTPC | WBCS সহায়ক প্রশ্নোত্তর
GK MCQ Part-03
RRB NTPC | WBCS সহায়ক প্রশ্নোত্তর GK MCQ Part-03 |
চলুন শুরু করা যাক
´মৌনালোয়া` নামের বৃহত্তম আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত?
ফিজি
হাওয়াই
তাহিতি
সামোয়া
নির্ভয় নামক মিসাইলটির প্রকৃতি কীরূপ?
CRUISE মিসাইল
বায়ু থেকে বায়ু
ভূমি থেকে ভূমি
ভূমি থেকে বায়ু
কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাস হয় ?
মুম্বাই
নাগপুর
কলকাতা
লখনউ
গলগন্ড রোগের দ্বারা আক্রান্ত অংশটি হল-
বক্ষপ্রাচীর
অস্থিসন্ধি
থাইরয়েড গ্রন্থি
ক্ষুদ্রান্ত্র
কোনটি বায়ুপরাগী ফুলের উদাহরণ?
ধান
গম
কোনোটি নয়
দুটিই
কেরালার রাজধানীর নাম কী?
তিরুবন্তপুরম
ভোপাল
রাঁচি
বেঙ্গালুরু
ক্লোরোমাইসেটিন ঔষধ কোন রোগের জন্য ব্যবহৃত হয়?
যক্ষা
ম্যালেরিয়া
রক্তচাপ
টাইফয়েড
বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে কি বলে?
লোয়েস সমভূমি
বালিয়াড়ি
বহিঃবিধৌত সমভূমি
প্লাবনভূমি
ভারতীয় সমবায় আন্দোলনের জনক কাকে বলা হয়?
জেমস রেনেল
কৌটিল্য/চানক্য
ফেডেরিক নিকলসন
G.S.ঘুরে
কোনটিকে কোশের শক্তিঘর বলা হয়?
মাইটোকনড্রিয়া
সাইটোপ্লাজম
রাইবোজোম
ক্লোরোফিল
পরম শূন্যতার স্কেল কে আবিষ্কার করেন?
মাইকেল ফ্যারাডে
কেলভিন
আলেকজান্ডার গ্রাহামবেল
আলফ্রেড নোবেল
ভিয়েনাতে অবস্থিত নিচের কোনটির সদর দফতর?
FIFA
WHO
SAARC
OPEC
রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
C
D
B
A
আপেক্ষিক আদ্রতা প্রকাশিত হয় কোন এককে?
শতকরা
গ্রাম
মিটার
লিটার
ভূপৃষ্ঠ সমগ্র আয়তনের কত ভাগ বারিমন্ডল?
70•80 ভাগ
71•4 ভাগ
71•6 ভাগ
81•4 ভাগ
এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
নাগসেন
অশ্ব ঘোষ
হরিসেন
নাগার্জুন
টাইফয়েড রোগের দ্বারা আক্রান্ত অংশটি হল-
ক্ষুদ্রান্ত্র
বক্ষপ্রাচীর
অস্থিসন্ধি
থাইরয়েড গ্রন্থি
ধননন্দের রাজধানীর নাম কী?
পাটলিপুত্র
কাঞ্ছিপুর
মান্দাশোর
তাঞ্জোর
জোটনিরপেক্ষতা নীতির জনক কাকে বলা হয়?
লর্ড রিপন
জওহরলাল নেহেরু
সর্দ্দার প্যাটেল
লর্ড কর্ণওয়ালিস
মহেন্দ্র ও কল্যাণী - চরিত্র দু`টি আছে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে?
কপালকুণ্ডলা
আনন্দমঠ
বিষবৃক্ষ
কৃষ্ণকান্তের উইল