WBCS Preliminary Geography Previous Year Questions in Bengali
Hi
বন্ধুরা,
আজ আমরা কলম Kolom এর পক্ষ থেকে WBCS Preliminary পরীক্ষার জন্য WBCS প্রিলিমিনারি পরীক্ষার বিগত কয়েক বছরের ভূগোলের প্রশ্নোত্তর নিয়ে এসেছি , আশা করি এই প্রশ্ন গুলি সমন্ধে ধারণা থাকলে 2020 সালের WBCS পরীক্ষাতে অনেক কমন প্রশ্ন পাবে । সুতরাং আর দেরি না করে নিচের প্রশ্নোত্তর গুলি নোট করে রাখো।
- কাশ্মীর উপত্যকা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে ?
চন্দ্রভাগা
শতদ্রু
ঝিলাম
ইরাবতী
- অমরকণ্টক মালভুমি কোন নদীর উৎসস্থল ?
ইচ্ছামতী
দামোদর
নর্মদা
ব্রাম্মপুত্র
- কোন কোন দেশকে তিন বিঘা করিডর দ্বারা যোগ করা হয়েছে ?
ভারত ও ভুটানকে
ভারত ও পাকিস্তানকে
ভারত ও বাংলাদেশকে
ভারত ও চীনকে
- হিমালয়ের কোন নিম্নাশে পীরপাঙ্গাল গিরিশ্রেনি অবস্থিত ?
শিবালিক
গ্রেটার হিমালয়
লেসার হিমালয়
ট্রান্স হিমালয়
- আসাম ও বাংলাদেশ পশ্চিমবঙ্গের কোন সীমান্তে অবিস্থিত ?
পূর্ব সীমান্তে
পশ্চিম সীমান্তে
উত্তর সীমান্তে
দক্ষিন সীমান্তে
- মেঘ ফেটে হটাৎ বৃষ্টি ও বন্যা হয় লাদাক অঞ্চলের কোন হিমালীয় শহরে?
লে
টিসকি
শ্রীনগর
মানালি
- বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য করা হয়েছে ?
হ্লদিয়ার
মেদিনীপুর অঞ্চলে
ঝাড়গ্রাম অঞ্চলে
নন্দীগ্রাম অঞ্চলে
- কোন নদীর উপর কপিলধারা ফলসের অবস্থান রয়েছে ?
সোন নদীর উপর
নর্মদা নদীর উপর
কৃষ্ণা নদীর উপর
চম্বল নদীর উপর
- কোন রাজ্যের উপকূল কে আমরা করমণ্ডল উপকূল নাম জানি ?
তামিলনাড়ু
ওড়িশা
কর্ণাটক
কেরল
- ভারতবর্ষের ক্ষেত্রে অন্তদেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র বলতে আমরা কাকে বুঝি ?
কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্ম
যন্ত্র ও নির্মাণ শিল্প, বিদ্যুৎ এবং গ্যাস
বহির্বাণিজ্য
পরিষেবা ক্ষেত্র
- কোন রাজ্যের সীমানা ভারতবর্ষের সবথেকে বেশি রাজ্যের সীমানার সাথে যোগ সম্পর্ক স্থাপন করেছে ?
বিহার
অন্ধ্রপ্রদেশ
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ
একটি ভঙ্গিল পর্বত শ্রেণীর উদাহরণ হলো - হিমালয় পর্বত শ্রেণী|
- ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি পশ্চিমবঙ্গের কত উচ্চতায় দেখা যায় ?
১৫০০ মিটার - ৩০০০ মিটার
১০০০ মিটার - ১৫০০ মিটার
৩০০০ মিটারের ওপরে
১০০০ মিটারের নীচে
- দামোদর উপত্যকা কে নিয়ে কোন প্রকল্পের অনুকরণে বহুমুখী নদী পরিকল্পনা পরিকল্পিত হয় ?
আমাজন নদীর উপত্যকা প্রজেক্ট
রাশিয়ার লীনা প্রজেক্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট
চীনের হোয়াং-হো প্রজেক্ট
- ভারতবর্ষের কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে ?
হিমাচল প্রদেশ
কেরল
পশ্চিমবঙ্গ
তামিলনাড়ু
- ডাউনস তৃণভূমি কোন দেশে দেখা যায় ?
অস্ট্রেলিয়া
আফ্রিকা
উরুগুয়ে
আর্জেন্টিনা
- পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায় ?
অস্ট্রেলিয়া
আফ্রিকা
দক্ষিণ আমেরিকা
উত্তর আমেরিকা