গুরত্বপূর্ণ দিবস তালিকা Part -01
Important Day List Part -01
Hi, বন্ধুরা
কলমের পক্ষ থেকে আজ তোমাদের জন্য কিছু ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল দিবসের কথা জানব , যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBPSC, WBSI, TET, RRB NTPC প্রস্তুতিতে এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার ভিত মজবুত করতে সাহায্য করবে । সুতরাং আর দেরি না করে ইম্পর্টেন্ট দিবস গুলি নোট করে নিন । আজকের এই পোস্টে আমরা জানুয়ারী মাস থেকে জুন মাসের ইম্পর্টেন্ট তারিখ গুলি নিয়ে আলোচনা করবো । জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের ইম্পর্টেন্ট তারিখ গুলি নিয়ে আমার এই পোস্ট র 2nd পার্টে আলোচনা করবো ।
গুরত্বপূর্ণ দিবস তালিকা Part -01 - Important Day List Part -01 |
যদি কোনো তারিখ বা দিবস আমাদের দ্বারা Missed হয় থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো এবং পোস্টি তোমাদের কেমন লাগলো তাও কমেন্ট করে জানাতে পারো ।
❏ জানুয়ারী মাসের উল্লেখযোগ্য দিন গুলি
➤প্রবাসী ভারতীয় দিবস (NRI Day) কোন দিন পালন করা হয় ?
উত্তর : 9 জানুয়ারি।
➤বিশ্ব হাস্য দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 10 ই জানুয়ারি।
➤যুব দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 12 ই জানুয়ারি।
➤সেনা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 15 জানুয়ারি।
➤দেশপ্রেম দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 23 শে জানুয়ারি।
➤প্রজাতন্ত্র দিবস/ আন্তর্জাতিক শুল্ক দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 26 শে জানুয়ারি।
➤শহীদ দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 30 শে জানুয়ারি।
➤বিশ্ব কুষ্ঠ রোগ দূরীকরণ দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 30 শে জানুয়ারি।
❏ ফেব্রুয়ারি মাসের উল্লেখযোগ্য দিন গুলি
➤বিশ্ব জলাভূমি দিবস (World Wetland day) কোন দিন পালন করা হয় ?
উত্তর : 2 ফেব্রুয়ারি।
➤বিশ্ব ক্যান্সার দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 4 ই ফেব্রুয়ারি।
➤ভ্যালেন্টাইন্স ডে কোন দিন পালন করা হয় ?
উত্তর : 14 ই ফেব্রুয়ারি।
➤বিশ্ব মাতৃভাষা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 21 শে ফেব্রুয়ারি।
➤জাতীয় বিজ্ঞান দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 28 শে ফেব্রুয়ারি।
❏ মার্চ মাসের উল্লেখযোগ্য দিন গুলি
➤জাতীয় প্রতিরক্ষা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 3রা মার্চ।
➤বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 15 মার্চ।
➤বিশ্ব জল দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 22 শে মার্চ।
➤বিশ্ব যক্ষ্মা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 24 মার্চ।
➤বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 26 মার্চ।
❏ এপ্রিল মাসের উল্লেখযোগ্য দিন গুলি
➤National Maritime Day কোন দিন পালন করা হয় ?
উত্তর : 5 এপ্রিল।
➤বিশ্ব হিমোফিলিয়া দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 17 ই এপ্রিল।
➤বিশ্ব ঐতিহ্য দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 18 ই এপ্রিল।
➤জাতীয় সিভিল সার্ভিস দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 21 শে এপ্রিল।
➤বসুন্ধরা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 22 শে এপ্রিল।
➤বিশ্ব বই দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 23 শে এপ্রিল।
➤বিশ্ব ম্যালেরিয়া দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 25 শে এপ্রিল।
❏ মে মাসের উল্লেখযোগ্য দিন গুলি
➤বিশ্ব শ্রমিক দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 1 লা মে।
➤বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 3রা মে।
➤বিশ্ব রেডক্রস দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 8 ই মে।
➤বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 9 ই মে।
➤বিশ্ব পরিবার দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 15 ই মে।
➤টেলিকম দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 17 ই মে।
➤সন্ত্রাসবিরোধী দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 21 শে মে।
➤রাজীব গান্ধীর মৃত্যু দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 21 শে মে।
➤কমনওয়েলথ দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর :24 শে মে।
➤তামাক বিরোধী দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর :31 শে মে।
❏ জুন মাসের উল্লেখযোগ্য দিন গুলি
➤শিশুদের আন্তর্জাতিক দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর :4 জুন।
➤বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 5 জুন।
➤World Ocean Day কোন দিন পালন করা হয় ?
উত্তর : 8 জুন।
➤শিশু শ্রমিক বিরোধী দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 12 জুন।
➤বিশ্ব শরণার্থী দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 20 জুন।
➤পিতৃত্ব দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 21 জুন।
➤বিশ্ব ডায়াবেটিস দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : 27 শে জুন।