গুরত্বপূর্ণ দিবস তালিকা Part -02
Important Day List Part -02
গুরত্বপূর্ণ দিবস তালিকা Part -02 - Important Day List Part -02 |
বন্ধুরা তোমাদের জন্য আজ গুরত্বপূর্ণ দিবস তালিকা Part -০২ নিয়ে চলে এসেছি, সুতরাং আর দেরি না করে সবাই নোট করে নিও ।
জুলাই মাসের উল্লেখযোগ্য দিন গুলি
➤চিকিৎসা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১ জুলাই।
➤ব্যাঙ্ক দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১ জুলাই।
➤বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১১ জুলাই।
➤প্যান্থার দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১২ জুলাই।
➤বেতন সঞ্চয় দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১৫ জুলাই।
➤আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২৯ জুলাই।
আগস্ট মাসের উল্লেখযোগ্য দিন গুলি
➤ফ্রেন্ডশিপ ডে কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৫ আগস্ট।
➤হিরোশিমা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৬ আগস্ট।
➤পরমাণু বোমা বিরোধী দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৬ আগস্ট।
➤বিশ্ব আদিবাসী দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৯ আগস্ট।
➤নাগরিক দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৯ আগস্ট।
➤আন্তর্জাতিক যুব দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১২ আগস্ট।
➤আন্তর্জাতিক বাহাতি দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১৩ আগস্ট।
➤স্বাধীনতা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১৫ আগস্ট।
➤বিশ্ব ফটোগ্রাফি দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১৯ আগস্ট।
➤বিশ্ব মশক দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২০ আগস্ট।
➤রদ দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২৩ আগস্ট।
➤দিঘলিয়ার দেয়াড়া গণহত্যা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২৭ আগস্ট।
সেপ্টেম্বর মাসের উল্লেখযোগ্য দিন গুলি
➤বিশ্ব শান্তি দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১ সেপ্টেম্বর।
➤শিক্ষক দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৫ সেপ্টেম্বর।
➤বিশ্ব সাহিত্য দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৮ সেপ্টেম্বর।
➤বিশ্ব ভ্রাতৃত্ব দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১১ সেপ্টেম্বর।
➤আন্তর্জাতিক সংরক্ষণ দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১৬ সেপ্টেম্বর।
➤বিশ্ব গন্ডার দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২২ সেপ্টেম্বর।
➤ওয়ার্ল্ড হার্ট ডে কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২৪ সেপ্টেম্বর।
➤বিশ্ব বধির দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২৬ সেপ্টেম্বর।
➤বিশ্ব ভ্রমন দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২৭ সেপ্টেম্বর।
অক্টোবর মাসের উল্লেখযোগ্য দিন গুলি
➤বিশ্ব বয়স্ক দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১ অক্টোবর।
➤মদ্যহীন দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২ অক্টোবর।
➤বিশ্ব প্রাণী দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৪ অক্টোবর।
➤বিশ্ব শিক্ষক দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৫ অক্টোবর।
➤ভারতীয় বিমান বাহিনী দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৮ অক্টোবর।
➤বিশ্ব দৃষ্টি দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৮ অক্টোবর।
➤বিশ্ব ডাক দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৯ অক্টোবর।
➤বিশ্ব বিপর্যয় হ্রাস দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১০ অক্টোবর।
➤বিশ্ব কন্যা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১১ অক্টোবর।
➤বিশ্ব দৃষ্টি দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১২ অক্টোবর।
➤আন্তর্জাতিক প্রাকিতিক দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১৩ অক্টোবর।
➤ওয়ার্ল্ড অ্যালার্জি অ্যাওয়ারনেস দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১৪ অক্টোবর।
➤আজাদ হিন্দ দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২২ অক্টোবর।
➤আন্তর্জাতিক জলবায়ু দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২৪ অক্টোবর।
➤বিশ্ব মিতব্যয়িতা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৩০ অক্টোবর।
নভেম্বর মাসের উল্লেখযোগ্য দিন গুলি
➤বিশ্ব সুনামি সচেতনতা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৫ নভেম্বর।
➤আইনি পরিষেবা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর :৯ নভেম্বর।
➤শিশু দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর :১০ নভেম্বর।
➤জাতীয় শিক্ষা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর :১১ নভেম্বর।
➤বীরসা মুন্ডা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১৫ নভেম্বর।
➤বিশ্ব সৌভ্রাতৃত্ব দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১৯ নভেম্বর।
ডিসেম্বর মাসের উল্লেখযোগ্য দিন গুলি
➤এইডস দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১ ডিসেম্বর।
➤আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৩ ডিসেম্বর।
➤রাজ্য দুগ্ধ দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ৮ ডিসেম্বর।
➤বিশ্ব মানবাধিকার দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১০ ডিসেম্বর।
➤শক্তি সংরক্ষণ দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ১৪ ডিসেম্বর।
➤গ্রন্থাগার দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২০ ডিসেম্বর।
➤কিষাণ দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২৩ ডিসেম্বর।
➤ক্রেতা দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২৪ ডিসেম্বর।
➤বড় দিন কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২৫ ডিসেম্বর।
➤সি আর পি এফ দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর : ২৮ ডিসেম্বর।