সৌর জগৎ সমন্ধে প্ৰতিযোগিতামূলক প্রশ্নোত্তর - Competitive Q&A about the solar system

সৌর জগৎ সমন্ধে প্ৰতিযোগিতামূলক প্রশ্নোত্তর  

Competitive Q&A about the Solar System

সৌর জগৎ সমন্ধে প্ৰতিযোগিতামূলক প্রশ্নোত্তর - Competitive Q&A about the solar system
সৌর জগৎ সমন্ধে প্ৰতিযোগিতামূলক প্রশ্নোত্তর - Competitive Q&A about the solar system


প্রশ্ন: আমাদের সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ কোনটি ?

উত্তর : আমাদের সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ হলো বৃহস্পতি ।

প্রশ্ন: আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট বা ক্ষুদ্র গ্রহ কোনটি ?

উত্তর : আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট বা ক্ষুদ্র গ্রহ হলো বুধ ।  

প্রশ্ন: আমাদের সৌরজগতে সূর্যের সবথেকে কাছের গ্রহ  কোনটি ?

উত্তর : আমাদের সৌরজগতে সূর্যের সবথেকে কাছের গ্রহ হলো বুধ ।  

প্রশ্ন: আমাদের সৌরজগতে সূর্যের সবথেকে দূরের গ্রহ  কোনটি ?

উত্তর : আমাদের সৌরজগতে সূর্যের সবথেকে দূরের গ্রহ হলো নেপচুন ।  

প্রশ্ন: আমাদের সৌরজগতে সবথেকে উজ্জ্বল গ্রহ কোনটি ?

উত্তর : আমাদের সৌরজগতে সবথেকে উজ্জ্বল গ্রহ হলো শুক্র।

প্রশ্ন: উজ্জলতার মাপকাঠি অনুযায়ী সূর্যের পরে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি ? 

উত্তর : উজ্জলতার মাপকাঠি অনুযায়ী সূর্যের পরে উজ্জ্বলতম নক্ষত্র হলো সাইনাস।  

প্রশ্ন: আমাদের সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ কোনটি ?  

উত্তর : আমাদের সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ হলো নেপচুন।

প্রশ্ন: আমাদের সৌরজগতে বৃহস্পতি গ্রহের চাঁদের সংখ্যা কটি  ?  

উত্তর : আমাদের সৌরজগতে বৃহস্পতি গ্রহের চাঁদের সংখ্যা হলো ৬৯ টি ।

প্রশ্ন: আমাদের সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ কোনটি ?  

উত্তর : আমাদের সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হলো শুক্র।

প্রশ্ন: আমাদের সৌরজগতের সবথেকে ভারী গ্রহ কোনটি ?  

উত্তর : আমাদের সৌরজগতের সবথেকে ভারী গ্রহ হলো বৃহস্পতি।

প্রশ্ন: আমাদের সৌরজগতে লাল গ্রহ বলতে আমরা কোন গ্রহ কে বুঝি ?
  
উত্তর : লাল গ্রহ বলতে আমরা মঙ্গল গ্রহ কে বুঝি।

প্রশ্ন: আমাদের সৌরজগতে সবথেকে বড়ো উপগ্রহটির নাম কি ?  

উত্তর : আমাদের সৌরজগতে সবথেকে বড়ো উপগ্রহটির নাম হলো ডাইমস ।
 
প্রশ্ন: আমাদের সৌরজগতে নীল গ্রহ কোন গ্রহ কে বলা হয় ?  

উত্তর : আমাদের সৌরজগতে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।
  

প্রশ্ন: সন্ধ্যা তারা বলতে আমরা কোন গ্রহ কে বুঝি?  

উত্তর : সন্ধ্যা তারা বলতে আমরা শুক্র গ্রহ কে বুঝি।


প্রশ্ন: আমাদের সৌরজগতে সবুজ গ্রহ কোন গ্রহ কে বলা হয় ?  

উত্তর : আমাদের সৌরজগতে নেপচুন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়।
 
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.