সিন্ধু সভ্যতা সংক্রান্ত আবগারি কনস্টেবলের প্রশ্নোত্তর


সিন্ধু সভ্যতা সংক্রান্ত আবগারি কনস্টেবলের প্রশ্নোত্তর  

সিন্ধু সভ্যতা সংক্রান্ত আবগারি কনস্টেবলের প্রশ্নোত্তর
সিন্ধু সভ্যতা সংক্রান্ত আবগারি কনস্টেবলের প্রশ্নোত্তর  


সিন্ধু সভ্যতা 

১. ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি ? —মেহেরগড় সভ্যতা। 


২. সিন্ধু সভ্যতার খননকার্য পরিচালনা করেন কে? —স্যার জন মার্শাল। 


৩. সিন্ধু সভ্যতা কে কবে আবিষ্কার করেন? —১৯২১, ২২ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানী ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়। 


৪. ‘মহেঞ্জোদড়াে’ কথার অর্থ কী? –মৃতের স্তুপ।


৫. ‘হরপ্পা’ কোথায় অবস্থিত? –পাঞ্জাবের মন্টগােমারী। 


৬. সিন্ধুর বণিকদের কী বলা হত? –পণি।। 


৭. সিন্ধু সভ্যতা কোন্ যুগের? —তাম্র-প্রস্তর যুগের। 


৮. ভারতের সবচেয়ে প্রাচীন দুর্বোধ্য লিপি কোটি? —সিন্ধিলিপি। 


৯. সিন্ধুর বৃহত্তম সমুদ্র বন্দর কোটি ? —গুজরাতের লােথাল। 


১০. মহেঞ্জোদড়াে কোথায় অবস্থিত? —সিধুর লারকানা জেলাতে (বর্তমান পাকিস্থান)। 


১১. কোন্ ধাতুর ব্যবহার সিন্ধুবাসীরা জানতেন না? —লােহার। 


১২. কোন্ পশুর সঙ্গে সিন্ধুর মানুষের পরিচয় ছিল না? —ঘােড়ার। 


১৩. সিন্ধুর অধিবাসীরা কোন্ পশুকে দেবতা জ্ঞানে পুজো করত? — বড়াে কুঁজবিশিষ্ট ষাঁড়কে। 


১৪. সিন্ধুর সমাজ কোন্ ধরনের ছিল? —মাতৃতান্ত্রিক সমাজ 


১৫. সিন্ধু সভ্যতার সম্পূর্ণ পতন কোন্ সময়ে হয়েছিল? — খ্রি:পূ: ১,৫০০-১,৪০০। 


১৬. সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য ছিল — নিকাশী ব্যবস্থা। 


১৮. সিন্ধু সভ্যতার ঐতিহাসিক বিশাল স্নানাগারটি আবিষ্কৃত হয় — মহেঞ্জোদাড়ােতে। 


১৯. হরপ্পা সভ্যতার বন্দর অঞ্চল  - লােথাল। 


২০. সিন্ধু সভ্যতার ঐতিহাসিক সময়কাল — ৩০০০-১৫০০ খ্রি.প.।


২১. আর্যরা ভারতে এসেছিলেন — মধ্য এশিয়া থেকে। 


২২. সিন্ধু সভ্যতার নির্মাণ কার্যের মূল বৈশিষ্ট্য — পােড়া ইটের ব্যবহার। 


২৩. সিন্ধু সভ্যতার সঙ্গে সমসাময়িক যে সকল সভ্যতার সাথে যােগাযােগের প্রমাণ পাওয়া যায় ?

    ——সুমেরীয়, মিশরীয়, মেসােপটেমীয়। 


২৪. আর্যরা কোন্ জাতির বংশধর? —   নর্ডিক জাতির। 


২৫. হিন্দু শব্দের উৎপত্তি কী থেকে হয়? —  সিন্ধু। 


২৬. জন মার্শাল কে ছিলেন? —  কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা। 


২৭. ভারতবর্ষকে নৃতত্ত্বের যাদুশালা’ কে বলেছেন? —  ঐতিহাসিক স্মিথ। 


২৮. উপনিষদে কোন্ চিন্তা প্রাধান্য পেয়েছে? —  দার্শনিক চিন্তা। 


২৯. মােঙ্গলয়েড গােষ্ঠীর লােকেদের ভারতের কোন্ অঞ্চলে দেখা যায় ? —  সিকিম।।


৩০. অ্যালাপাইন গােষ্ঠীর লােকেদের ভারতে কোথায় দেখা যায় ? —  বাংলা, বিহার, ওডি উত্তরপ্রদেশ অঞ্চলে। 

৩১. নেগ্রিটো জাতির লােক ভারতে কোথায় বাস করে? —  আন্দামান-নিকোবর, বিহার। 

৩২. সিন্ধু সভ্যতার উপাস্য দেবতা কে? —  শিব। 

৩৩. সিন্ধু সভ্যতার প্রকৃতি কী? —  নগরকেন্দ্রিক। 

৩৪. সিন্ধু অঞ্চলের মানুষেরা কোন কোন পশুর ব্যবহার জানত? —  গােরু, মােষ, ভেড়া, হাতি,
উট, হরিণ।। 

৩৫. সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান খাদ্য কী? —  গম, বার্লি, খেজুর প্রভৃতি। 

৩৬. ইতিহাসের জনক কাকে বলা হয় ? —হেরােডােটাসকে। 

৩৮. দ্রাবিড় সভ্যতা কোথায় প্রথম গড়ে ওঠে? — দক্ষিণ ভারতে। 

৩৯. নর্ডিক’ কাদের বলা হয় ? — আর্যদের। 

৪০. কে অশােকের শিলালিপির পাঠোদ্ধার করেন? — স্যার জেমস্ প্রিন্সেপ। 

৪১. কোন্ লিপি থেকে আর্যদের পরিচয় মেলে? বােঘজ-কোই লিপি। 

৪২. যে লিপিতে গৌতমীপুত্র সাতকর্ণীর কাহিনি বর্ণিত নাসিক প্রশস্তিতে। 

৪৩. ‘গরুড়ধ্বজ লিপি’ খােদাই করেন কে? —হেলিওড়ােরাস। 

৪৪. ইন্ডিকা’ কে রচনা করেন? —ভারতে আগত প্রথম বিদেশি দূত মেগাস্থিনিস। 

৪৫. ‘মৃচ্ছকটি কার লেখা? —শুদ্রকের।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.