অ্যাসিড সম্পর্কিত কিছু তথ্য

 অ্যাসিড সম্পর্কিত কিছু তথ্য

অ্যাসিড সম্পর্কিত কিছু তথ্য
অ্যাসিড সম্পর্কিত কিছু তথ্য


  •   অয়েল অব ভিট্রিয়লসালফিউরিক অ্যাসিড (H2SO4)
  •   রসায়নের রাজাসালফিউরিক অ্যাসিড (H2SO4
  •  অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জলনাইট্রিক অ্যাসিড(HNO3) 

  •  একটি জারক অ্যাসিডসালফিউরিক অ্যাসিড (H2SO4বা | নাইট্রিক অ্যাসিড (HNO3) 
  •  ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড পাইরােসালফিউরিক অ্যাসিড (H2S2O7
  •  যে অ্যাসিড তীব্র জলশােষক বা তীব্র নিরুদক গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4)

  •  সিলভার নাইট্রেট (AgNO3) -এর দ্রবণ দ্বারা যে অ্যাসিডকে শনাক্ত করা যায়হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) 
  •  বেরিয়াম ক্লোরাইড- (BaCl,) -এর দ্রবণ দ্বারা যে অ্যাসিডকে | শনাক্ত করা যায়সালফিউরিক অ্যাসিড (H,SO)
  •  যে অ্যাসিডের সংস্পর্শে অ্যামােনিয়া গ্যাস এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)
  •  বলয় পরীক্ষায় যে অ্যাসিড বাদামি বলয় বা রিং তৈরি করে | নাইট্রিক অ্যাসিড (HNO3)
  •  বলয় পরীক্ষা দ্বারা যে অ্যাসিডকে শনাক্ত করা হয়নাইট্রিক অ্যাসিড (HNO3) 
  •  যে অ্যাসিডের বিজারণ ক্ষমতা নেইনাইট্রিক অ্যাসিড
  • (HNO3) 
  •  বজ্রপাতের ফলে সৃষ্ট অ্যাসিড-নাইট্রিক অ্যাসিড (HNO3)
 
  • অদৃশ্য কালি তৈরিতে ব্যবহৃত হয়লঘু সালফিউরিক  অ্যাসিড (H2SO4

  •  আকোয়া রিজিয়া বা অম্লরাজতিন আয়তন গাঢ় HCI  এক আয়তন গাঢ় HNO3 এর মিশ্রণ। 

  • স্বর্ণকারেরা যে অ্যাসিড ব্যবহার করেনঅ্যাকোয়া রিজিয়া (HNO3 + HCI)
  •  যে অ্যাসিডের স্ফুটনাঙ্ক বেশিসালফিউরিক অ্যাসিড (338°C)
  •  যে অ্যাসিডের স্ফুটনাঙ্ক কমহাইড্রোক্লোরিক অ্যাসিড(44.5°C)  
  •  যে অ্যাসিড অতি গাঢ় বা ধূমায়মান অবস্থায় লােহাকে নিষ্ক্রিয় করে দেয়নাইট্রিক অ্যাসিড (HNO3) 

  •  মার্বেল পাথরের ইমারত যে অ্যাসিডের সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হয়সালফিউরিক অ্যাসিড (H2SO4)  
  •  সােনা (Au), প্ল্যাটিনাম (Pt) প্রভৃতি ধাতু একমাত্র যে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করেঅ্যাকোয়া রিজিয়া  তীব্র অ্যাসিড—HCl, H2SO4HNO3প্রভৃতি  
  •  মৃদু অ্যাসিডCH3COOH, HCOOH , HNO2প্রভৃতি। 
  •  শক্তিশালী অ্যাসিডপারক্লোরিক অ্যাসিড (HClO4), নাইট্রিক অ্যাসিড (HNO3), হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl), সালফিউরিক অ্যাসিড (H2SO4), হাইড্রোব্রোমিক অ্যাসিড প্রভৃতি। 

  • অ্যাসিডলিটমাসের বর্ণ-- নীল থেকে লাল করে
 
  •  প্রাণীদের পাকস্থলীতে যে অ্যাসিডের লঘু দ্রবণ থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) 
  •  সিরাপ  ওষুধ তৈরি করতে ব্যবহূত হয়হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)
  •  HNO3 -এর সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে--  ম্যাগনেশিয়াম (Mg) /ম্যাঙ্গানিজ (Mn) 
  •  বৈদ্যুতিক কোশ (সঞয়ক কোশতৈরিতে লাগেনাইট্রিক অ্যাসিড (HNO3) 
  •  HNO, থেকে প্রাপ্ত দুটি বিস্ফোরকগান পাউডার এবং নাইট্রোগ্লিসারিন 
  •  ভিনিগার হলঅ্যাসিটিক অ্যাসিড (CH3COOH
  •  প্রােটিনে আছেঅ্যামিনাে অ্যাসিড 
  •  লেবুতে আছেসাইট্রিক অ্যাসিড 
  •  দই-তে আছেল্যাকটিক অ্যাসিড 
  •  চা- আছেট্যানিক অ্যাসিড 
  •  আপেলে আছেম্যালিক অ্যাসিড 
  •  তেঁতুলে আছেটারটারিক অ্যাসিড 
  •  পিঁপড়ের হুলে আছেফরমিক অ্যাসিড (HCOOH) 
  •  পাকরসে আছেহাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) 
  •  মূত্রে আছেইউরিক অ্যাসিড 

 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.