পদার্থের প্রাথমিক ধারণা

পদার্থের প্রাথমিক ধারণা 

 রসায়ন

পদার্থের প্রাথমিক ধারণা
পদার্থের প্রাথমিক ধারণা 


পদার্থ

পদার্থের শ্রেণিবিভাগ: 

গঠনের বৈশিষ্ট্য অনুযায়ী পদার্থকে মােটামুটি তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা—(১) মৌল বা মৌলিক পদার্থ, (২) যৌগ বা যৌগিক পদার্থ (৩) মিশ্র পদার্থ। 


মৌলিক পদার্থ: 

হাইড্রোজেন, অক্সিজেন, সােনা, দস্তা, পারদ প্রভৃতি মৌলিক পদার্থ। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা 105। এদের মধ্যে স্বাভাবিক অবস্থায় কতকগুলি কঠিন, কতকগুলি তরল, আবার কতকগুলি গ্যাসীয়। 


কঠিন মৌল: 

সােনা, রূপা, তামা, দস্তা, গন্ধক, সিসা, কার্বন ইত্যাদি। 


তরল মৌল: 

পারদ এবং ব্রোমিন।


গ্যাসীয় মৌল: 

হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, আর্গন ইত্যাদি। 


মৌলের শ্রেণিবিভাগ : 

ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে মৌলগুলিকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—(১) ধাতু; (২) অধাতু; (৩) ধাতুকল্প।


ধাতুর উৎস, ধর্ম ও ব্যবহার :

১. একটি ধাতুর নাম লেখাে যা জলের সঙ্গে বিক্রিয়া করে না। কপার। 

২. তামা ও দস্তার সমন্বিত সংকর ধাতুর নাম কী? —পিতল বা ব্রাস। 

৩. লােহার মধ্যে মিশ্রিত কোন্ পদার্থের ওপর লােহার ধর্ম ও প্রকৃতি নির্ভর করে?—জিঙ্ক। 

৪. গ্যালভাইনাইজেশন কোন্ ধাতুর দ্বারা হয় ? —জিঙ্ক।

৫. মূল্যবান প্রাকৃতিক পাথরগুলির মূল উপাদান কী? —অ্যালুমিনিয়াম অক্সাইড। 

৬. কোন্ ধরনের ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়? —কম সক্রিয় ধাতু—যেমন সােনা, | রূপা, পারদ, প্ল্যাটিনাম।। 

৭. ইস্পাত ও পেটা লােহার মধ্যে কোনটিতে কার্বন বেশি থাকে? —ইস্পাত।

৮. একটি ধাতুর নাম করাে যা অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন

করে? —অ্যালুমিনিয়াম ধাতু। 

৯. দস্তার একটি আকরিকের নাম কী? —জিঙ্ক ব্লেন্ড (Zns). 

১০. লােহার একটি আকরিক নাম কী? —রেড হেমাটাইট (Fe2o3)

১১. অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখাে? বক্সাইট। 

১২. ম্যাগনেশিয়ামের একটি আকরিক কী? —ডলােমাইট। 

১৩. দার্শনিকের উল কাকে বলে? —Zn0 (জিঙ্ক অক্সাইড)।



  • সাধারণ উষ্ণতায় তরল ধাতু হল পারদ। জলের চেয়ে হালকা ধাতু হল সােডিয়াম।

  • সাধারণ উষ্ণতায় তরল অধাতু হল ব্রোমিন এবং তড়িৎ ধনাত্মক মৌল অথচ অধাতু হল হাইড্রোজেন। 


ধাতুকল্প: 

যে মৌলের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্ম বর্তমান থাকে তাকে ধাতুকল্প বলে। আর্সেনিক, অ্যান্টিমনি হল ধাতুকল্প। 


নিষ্ক্রিয় মৌল: 

হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন, জেনন এবং রেডন—এই ছয়টি মৌল | সাধারণভাবে কোনাে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না—সেইজন্য এদের নিষ্ক্রিয় মৌল বলে। এরা সকলেই গ্যাস।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.