হুগলি সমন্ধে প্রতিবেদন রচনা
০ হুগলি ০
➤সীমানা:
উত্তরে বর্ধমান, পূর্বে হুগলি নদী ও উত্তরে ২৪ পরগনা, পশ্চিমে বাঁকুড়া এবং দক্ষিণে হাওড়া ও মেদিনীপুর।
➤আয়তন:
৩,১৪৯ বর্গকিমি।
➤জনসংখ্যা:
(২০০১) ৫০,৪০,০৪৭ জন।
➤জনঘনত্ব:
১,০৬১ জন।
➤সাক্ষরতার হার:
৭৫:৫৯ শতাংশ। পুরুষ ৮২০৫ শতাংশ এবং মহিলা ৬৭.৭২ শতাংশ
➤কৃষিফসল:
দুধ উৎপাদনে তৃতীয়, ধান উৎপাদনে দ্বাদশ, ডিম উৎপাদনে সপ্তম স্থান অধিকার আছে এই জেলা। এছাড়া আলু, পাট তৈলবীজ, ডাল, কুমড়াে প্রভৃতির চাষও হয়।
➤মহকুমার সংখ্যা:
৪টি। চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর ও আরামবাগ। জেলা সদর: চুঁচুড়া।
➤লােকসভা আসন:
৩টি—তুগলি, আরামবাগ, শ্রীরামপুর ইত্যাদি।
➤বিধানসভা আসন:
১৯টি—চণ্ডিতলা, জঙ্গিপাড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া, চন্দননগর, চাপদানি, সিঙ্গুর, চুঁচুড়া, হরিপাল, পােলবা, বাঁশবেড়িয়া, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, ধনিয়াখালি, খানাকুল, গােঘাট, বলাগড় ও পাণ্ডুয়া।
➤গ্রাম পঞয়েত:
(১৯৯৯) ২১০টি।
➤পঞ্চায়েত সমিতি:
(১৯৯৯) ১৮টি।
➤থানা ও ব্লক:
২১টি থানা ও ১৮টি ব্লক।
➤পুরসভা:
বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শ্রীরামপুর, আরামবাগ, চাপদানি, রিষড়া, হুগলি কোন্নগর, উত্তরপাড়া-কোতরং, তারকেশ্বর ও পুরনিগম চন্দননগর।
- চুচুড়া, চন্দননগর ফরাসিদের উপনিবেশ ছিল। ১৯৫০ সালে এই শহরভার ভারত সরকারের অধীনে আসে।
- এই জেলার প্রধান নদী—দামােদর, দ্বারকেশ্বর, হগলি। এছাড়া রয়েছে বেহুলা, কুন্তী, মুণ্ডেশ্বরী, কানা দামােদর।
- ভারতের প্রথম বাংলা বই এখানে ছাপা হয় "হ্যালহেডের-এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ", ১৮১৮তে প্রথম বাংলা দৈনিক ও প্রথম বাংলা মাসিক " দিকদর্শন " মার্শমান ।