৫০+ NTPC- এর প্রশ্ন এবং উত্তর ভারতীয় সংস্কৃতি থেকে

৫০+  NTPC- এর  প্রশ্নোত্তর  ভারতীয় সংস্কৃতি থেকে  

৫০+  NTPC- এর  প্রশ্ন এবং উত্তর ভারতীয় সংস্কৃতি থেকে  
৫০+  NTPC- এর  প্রশ্ন এবং উত্তর ভারতীয় সংস্কৃতি থেকে 


১. ভারতীয় সংগীতের মূল দুটি ধারা কী কী? 

উঃ হিন্দুস্থানি ও কর্ণাটকি। 


২. চতুর্দশ শতাব্দীতে কে সেতার আবিষ্কার করেন? 

উঃ আমির খসর। 


৩. ভারতীয় সংগীতে কীসের আধিপত্য দেখা যায় ? 

উঃ সুর।


৪. বৈশাখী কোন্ রাজ্যের একটি বিখ্যাত উৎসব? 

উঃ পাঞ্জাব। 


৫. কুচিপুড়ি কোন্ রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী ? 

উঃ অন্ধ্রপ্রদেশ। 


৬. দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? 

উঃ মাউন্ট আবু।


৭. ভারতের প্রথম কথাকলি মহিলা নৃত্যশিল্পী কে? 

উঃ “রাগিণি দেবী। 


৮. উগ্র নরসিংহ মূর্তি কোথায় দেখা যায় ? 

উঃ হাম্পি।


৯. জয়জয়ন্তী’ রাগ কোন্ সময়ে গীত হয় ? 

উঃ রাত্রি। 


১০. কোন্ আদিবাসী নৃত্যে মুখােশের ব্যবহার দেখা যায় ?

উঃ ছৌ। 


১১. ‘ডাংলা’ নৃত্য কোন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে দেখা যায় ?  

উঃ ভিল। 


১২. 'ব্ল্যাক প্যাগােডা’ কোথায় অবস্থিত? 

উঃ কোনারক (ওড়িশা) 


১৩. হিন্দুস্থানি সৎগীতে কতগুলি ‘ঠাট’ রয়েছে?  

উঃ ১০টি। 


১৪. রাগিনীর মােট সংখ্যা কত? 

উঃ ৩৬টি।


১৫. প্রতিটি রাগের সঙ্গে কীসের সম্পর্ক? 

উঃ ঋতুর। 


১৬. ‘ভৈরব’ কোন ঋতুর সঙ্গে সম্পর্ক? 

উঃ শরৎকাল। 


১৭. হেমন্ত ঋতুর সঙ্গে কোন রাগের সম্পর্ক? 

উঃ মালকোষ রাগ। 


১৮. দীপক রাগ কোন ঋতুর সঙ্গে সম্পর্কিত? 

উঃ গ্রীষ্মকাল।


১৯. মেঘ রাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর? 
উঃ বর্ষা।

২০. শীতের সম্পর্ক কোন্ রাগের সঙ্গে? 
উঃ শ্রী রাগ। 

২১. বসতের সম্পর্ক কোন্ রাগের সঙ্গে ? 
উঃ হিন্দোল।

২২. স্বরলিপির কটি পদ্ধতি, কী কী? 
উঃ ৩টি পদ্ধতি, জ্যোতিরিন্দ্রনাথের আকার মাত্রিক পদ্ধতি, ভাতখণ্ডের পথতি আর দণ্ডমাত্রিক পদ্ধতি।

২৩. খেয়াল গানের প্রাথমিক রূপদান কে করেন? 
উঃ আমির খসরু । 

২৪. টপ্পা গানের ভাষার বৈশিষ্ট্য কী? 
উঃ গ্রাম্য ভাষা।

২৫. বাংলা টপ্পা গানের প্রচলন কে করেন? 
উঃ রামনিধি গুপ্ত (নিধুবাব)।

২৬. ঠুংরি  গানের প্রচলন কোন্ শতকে শুরু হয়? 
উঃ উনবিংশ শতকে।

২৭. গজল কী? 
উঃ ফারসি ভাষায় লিখিত প্রেম বিষয়ক গান।

২৮.গজল গানের বিশ্ববিখ্যাত রচয়িতা কে? 
উঃ মির্জা গালিব।

২৯.হােলি গান কীসের অনুষঙ্গে রচিত? 
উঃ দোললীলা।

৩০.হােলি গান পরবর্তীকালে কী নামে পরিচিত হয় ? 
উঃ ধামার।

৩১. ধামার’-এর বৈশিষ্ট্য কী? 
উঃ ছন্দবৈচিত্র্য। 

৩২. তারানা’ সংগীতের বৈশিষ্ট্য কী? 
উঃ অর্থহীন বাণী, দ্রুতলয়। 

৩৩. বাংলার লােকসংগীত কী? 
উঃ ভাটিয়ালি। 

৩৪. ভজন গানের বিশেষত্ব কী? 
উঃ ঈশ্বরের ভজনা। 

৩৫. ভজন সংগীতে উল্লেখযোেগ্য শিল্পী কারা? 
উঃ বীর, মীরাবাঈ, তুলসীদাস, সুরদাস। 

৩৬. বাংলা গানের ক্ষেত্রে কোন্ স্বরলিপি শেখার নিয়ম চালু আছে? 
উঃ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি।

৩৭. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি কী নামে পরিচিত? 
উঃ আকারমাত্রিক স্বরলিপি। 

৩৮. রবীন্দ্রনাথ কটি গান লিখেছিলেন? 
উঃ ২,৫০০-এর বেশি।

৩৯. বিঠোফেনের সবচেয়ে বিখ্যাত সৃষ্টি কী? 
উঃ নাইনথ সিম্ফনি। 

৪০. বিঠোফেনের জন্ম কোন্ শহরে? 
উঃ জার্মানির বন শহরে।

৪১. গণেশ হালুই কোন্ কলায় প্রসিদ্ধ ? 
উঃ চিত্রকলা। 

৪২. ‘মােহিনী আট্যম নৃত্যকলাটি কোন রাজ্যের ? 
উঃ কেরালা।

৪৩. রাজেন তরফদার কোন বিষয়ের সঙ্গে যুক্ত? 
উঃ চিত্র পরিচালনা।

৪৪. বিশ্বমােহন ভাট কোন্ বাদ্যযন্ত্র বাজানােয় প্রসিদ্ধ? 
উঃ হাওয়াইয়ান গিটার। 

৪৫. জুনাগড় গুহাটি কোন্ রাজ্যে অবস্থিত ? 
উঃ গুজরাত। 

৪৬. ফাগনৃত্য কোন্ রাজ্যের নৃত্যকলা? 
উঃ হরিয়ানা। 

৪৭. ইন্দ্রকিশাের মিশ্র কোন্ ধরনের সংগীতে বিখ্যাত ? 
উঃ ধুপদ। 

৪৮. চণ্ডী লাহিড়ী কী জন্য প্রসিদ্ধ? 
উঃ বিখ্যাত কার্টুনিস্ট। 

৪৯. মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পােশাককে কী বলে? 
উঃ কামিল। 

৫০. কান্মি’ নৃত্যকলাটি কোন রাজ্যের? 
উঃ তামিলনাড় (মহিলা এবং তরুণীদের দ্বারা পরিচালিত)। 

৫১. 'ন্যাশনাল স্কুল অফ ড্রামা’ এবং এশিয়ান থিয়েটার ইন্সটিটিউট কোথায় অবস্থিত? 
উঃ ইম্ফল। 

৫২. জাতীয় সঙ্গীত নাটক আকাদেমি কবে স্থাপিত হয়? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
উঃ ১৯৫৩ সালে, দিল্লিতে। 

৫৩. সাহিত্য আকাদেমি কবে প্রতিষ্ঠিত হয়? এর সদর দপ্তর কোথায়? 
উঃ ১৯৫৪ সালে, দিল্লিতে।

৫৪. দাহ কলা কোন রাজ্যের নৃত্যশিল্প? 
উঃ মহারাষ্ট্র। 

৫৫. রসিলা কোন রাজ্যের নৃত্যকলা? 
উঃ গুজরাত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.