ভারতীয় অর্থনীতি সমন্ধে NTPC পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর
|
ভারতীয় অর্থনীতি সমন্ধে NTPC পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর |
অর্থনীতি
কৃষি
➤ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রে কৃষিকার্যের অবদান > ৩৩ শতাংশ।
➤ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের সূচনা হয় > ৬০-এর দশক (১৯৬৬-৬৭)।
➤সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পায় > গমের ক্ষেত্রে।
➤ভারতের মােট জনসংখ্যার কৃষির ওপর নির্ভরশীল > ৬৫ শতাংশ।
➤ভারত রপ্তানিতে অধিক বিদেশি মুদ্রা আয় করে > চা থেকে।
➤অপারেশন বর্গা হল > ভূমি সংস্কারমূলক কর্মসূচি।
➤NABARD -এর প্রাথমিক কাজ হল > কৃষি ও গ্রামীণ উন্নতিতে অর্থসাহায্য করা।
➤NAFED হল > কৃষি উৎপাদনের আন্তঃরাজ্য বিপণনের জন্য বিপণন এজেন্সি।
➤কৃষিক্ষেত্রে বৃদ্ধি ঋণাত্মক হয়েছিল > তৃতীয় পরিকল্পনা কালে।
➤সবুজ বিপ্লবের জনক ছিলেন > নরম্যান বােরলগ, ভারতে এস, স্বামীনাথন।
➤নরম্যান তােরলগ নােবেল পুরস্কার পান > ১৯৭০ খ্রিস্টাব্দে।
➤ভারতে ভূমি সংস্কারের উদ্দেশ্য >
- কৃষির উৎপাদনশীলতা তথা মােট উৎপাদন বৃদ্ধি করা।
- গ্রামীণ অর্থনীতিতে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ।
- ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সামাজিক মর্যাদা তথা আর্থিক সমৃদ্ধি ঘটানাে।
➤ভারতে ভূমি সংস্কারের কর্মসূচি শুরু হয় > প্রথম যােজনাকালে।
➤প্রজাস্বত্বের সংস্কারের উদ্দেশ্যে ‘অপারেশন বর্গা’ নামক আইনসম্মত কর্মসূচি প্রথম গৃহীত হয় > পশ্চিমবঙ্গে।
➤সারা পৃথিবীর মােট চা উৎপাদনের মধ্যে ভারতের উৎপাদিত হয় > ২৭%।
ভারতের শিল্প
➤ভারতে প্রথম শিল্পনীতি চালু হয় > ১৯৪৮ সালে।
➤ভারতের প্রথম শিল্পনীতিতে প্রথম শ্রেণির অন্তর্গত শিল্পগুলি হল > পারমাণবিক শক্তি, নিরাপত্তামূলক অস্ত্রশস্ত্র ও রেলপথ।
➤ভারতের দ্বিতীয় শিল্পনীতি ঘােষিত হয় > ১৯৫৬ সালে।
➤ভারতের দ্বিতীয় শিল্পনীতিতে ঘােষিত A তপশিল অন্তর্গত শিল্পের সংখ্যা ছিল > ১৭টি।
➤ভারতের দ্বিতীয় শিল্পনীতিতে ঘােষিত A তপশিল অন্তর্গত শিল্পগুলি ছিল > সম্পূর্ণ সরকারের অধীনে।
➤সরকারি ভাবে ভারতের অর্থনীতিকে মিশ্র অর্থনীতি হিসাবে ঘােষণা করা হয় > ১৯৫৬ সালের দ্বিতীয় শিল্পনীতি প্রণয়নের পর।
➤ভারতের যে শিল্পনীতি সর্বপ্রথম ভারী শিল্পের ওপর অধিক গুরুত্ব দেয় > ১৯৫৬ সালের শিল্পনীতি।
➤ভারতে MRTP বা ‘মরটপ’ আইনটি পাশ হয় > ১৯৬৯ সালে।
➤ভারতে প্রথম ‘বৈদেশিক বিনিময় পরিচালনার আইন প্রণীত হয় > ১৯৪৭ সালে।
➤ভারতে উন্নয়ন ও পরিচালনা আইন (Industrial Development and Regulation Act) প্রণীত হয় > ১৯৫১ সালে।
➤‘MRTP' বা ‘মরটপ’ কোম্পানিগুলিতে বিনিয়ােগের ন্যূনতম স্তরটি ২০ কোটি বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয় > ১৯৮৫ সালের শিল্পনীতিতে।
➤১৭টি শিল্পের মধ্যে ৯টিকে বেসরকারিকরণের প্রস্তাব গৃহীত হয়- ১৯৯১ শিল্পনীতিতে।
➤ভারতের নয়া শিল্পনীতি ঘােষিত হয় > ১৯৯৪ সালের ২৪ জুলাই।
➤পশ্চিমবঙ্গের নয়া শিল্পনীতি ঘােষিত হয়—১৯৯৪ সালে।
➤‘FERA' আইন প্রণীত হয় > ১৯৯১ সালে।
➤বিদেশিদের ভারতীয় শিল্পে প্রত্যক্ষভাবে বিনিয়ােগের অনুমােদন দেওয়া হয় > ফেরা আইন (সর্বাধিক ৫১%)।
➤রিজার্ভ ব্যাংকের সুপারিশে বিদেশিদের ৭৪% বিনিয়ােগের সুযােগ দেওয়া হয় > ১৯৯৬ সালে (৯টি শিল্পে)।
➤বর্তমানে দেশের মােট শিল্পোৎপাদনে কুটির শিল্পের ভূমিকা প্রায় > ৪০%।
➤ভারতে প্রথম যন্ত্রচালিত পাটশিল্প প্রতিষ্ঠিত হয় > ১৮৫৯ সালে।
➤SAIL প্রতিষ্ঠিত হয় > ১৯৭৩ সালে।
➤ভারতে চা শিল্পে সর্বপ্রথম মন্দাগতি শুরু হয়েছিল > ১৯৫২ সালে। ইংল্যান্ডে চায়ের বাজার নিয়ন্ত্রিত হওয়ার পর।
অতিরিক্ত সংযােজন
➤নতুন শিল্পনীতি ঘােষিত হয়—২৪ জুলাই, ১৯৯১।
➤মােট ১৯টি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছে—প্রথম ১৪টি’কে জাতীয়করণ করা ১৯ জুলাই, ১৯৬৯ এবং বাকি ৬টি’কে জাতীয়করণ করা হয় ১৫ এপ্রিল, ১৯৮০ ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের সঙ্গে মিশে গিয়েছে)।
➤কাগজি নােটের এবং নিরাপত্তার কাগজ তৈরি হয়—সিকিউরিটি পেপার মিল )।
➤কৃষিমূল্য কমিশন গঠিত হয়—১৯৬৫ সালে।
➤পরিকল্পনা ছুটির বছর কোনটি—১৯৬৬-৬৯ (ভারত-পাক যুদ্ধের কারণে)
➤পরিকল্পনা উন্নয়ন কৌশল সঙ্গে যাহার নাম জড়িত—পি,সি, মহলানবীশ ।
➤পরিকল্পনা কমিশনের প্রধান হলেন -প্রধানমন্ত্রী।
➤টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয়--১৯০৭ সালে জামশেদপুর (আয়রন অ্যান্ড স্টিল উৎপাদনের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টা)।
➤আই. সি. ডি. এস চালু হয়—১৯৭৫-৭৬ সালে।
➤ট্রেড ইউনিয়ন অ্যাট্ পাশ হয়—১৯২৬।
➤প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন—কে সি নিয়ােগী।
➤১৯৩৪ সালে এম. বিশ্বেসরাইয়ার লেখা ‘ভারতীয় পরিকল্পনা বিষয় পরিকল্পনার উপর জোর দেওয়ার কথা বলা হয়।
➤রােলিং প্ল্যান- এর ধারণা প্রথম চালু করেন জনতা সরকার—১৯৭৮-৮০।
➤পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রকাশের আগে জাতীয় উন্নয়ন পর্ষদের অনুমতির প্রয়ােজন হয়।
➤পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান হলেন—ভি.টি. কৃষ্ণমাচারি।
➤প্রথম পরিকল্পনা রচিত হ্যারল্ড ডােমার -এর উন্নয়ন মডেলকে অনুসরণ করে।
➤দ্বিতীয় ও চতুর্থ পরিকল্পনা রচিত হয়—মহলানবীশ-এর উন্নয়ন মডেলকে অনুসরণ করে।
➤জি ডি পি-তে কৃষির অবদান হল ২৮% এবং জনসংখ্যার ৫৭% কৃষিতে নিযুক্ত।
➤সবুজ বিপ্লব শুরু হয় ষাটের দশকের মাঝামাঝি সময়ে।
➤পঞ্চম পরিকল্পনা অনুসরণ করা হয়েছে—ডি. আর. গ্যাডগিল মডেল অনুসরণে।
➤দশম পরিকল্পনায় জি. ডি. পি-র লক্ষ্যমাত্রা রাখা হয়েছে— ৮%,
➤পরিকল্পনা কমিশন দারিদ্র্যের সীমা নির্ধারণ করেছে—খাদ্যের মূল্য ভিত্তিতে (১৯৮০)।
➤১৯৪৮ সালের শিল্পনীতিতে মিশ্র অর্থনীতির ধারণা প্রকাশ করা হয়।
➤এল, আই. সি প্রতিষ্ঠিত হয়—সেপ্টেম্বর, ১৯৫৬।
➤১৯২১-এর জনগণনায় দেখা যায় জনসংখ্যা একধাপে অনেক কমে যায়, এর কারণ হল দুর্ভিক্ষ বা ভয়াবহ মহামারি।
➤রাজ্য সরকারগুলির রাজস্বের বেশিরভাগ অংশটা আসে বিক্রয় কর থেকে।
➤কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ করের অধিকাংশ আসে কর্পোরেট ট্যাক্স থেকে।
➤একটাকা নােটের ওপর স্বাক্ষর করেন—কেন্দ্রীয় অর্থ দপ্তরের সেক্রেটারি।
➤কেন্দ্রীয় সরকারের রাজস্বের বেশিরভাগ অংশটা আসে—অন্তঃশুল্ক থেকে।
➤রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর হলেন—অসবর্ন স্মিথ। (প্রথম ভারতীয়—সি ডি, দেশমুখ, প্রথম মহিলা—জি.কে.উদেসী)।
➤নগর শুল্ক আরােপ ও আদায় করে - স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলি।
➤‘গরিবি হটাও' স্লোগানটি কোন্ সালে কেন্দ্রীয় লক্ষ্য হিসাবে গৃহীত হয়েছিল - ১৯৭৫, পম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। (২০ দফা কর্মসচির অন্তর্গত)।
➤আমাদের জাতীয় আয়ের সিংহভাগটি আসে—সার্ভিস সেক্টর থেকে।
➤সিকিউরিটি এক্সচেঞ্জ বাের্ড অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল—১৯৮৮ সালে (উদ্দেশ্য শেয়ার বাজারে বিনিয়ােগকারীদের নিরাপত্তা রক্ষা করা।
➤মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি লাভবান হন— ডেটর (ঋণী)।
➤সবুজ বিপ্লবের জনক হলেন -- নরম্যান বারল।
➤সম্পূর্ণভাবে ভারতীয়দের পরিচালনায় প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয়—১৮৮১ সালে।
➤কোন্ বাণিজ্য সংস্থায় ‘ওয়াচ ডগ’ কথাটি ব্যবহৃত হয়—বিশ্ব বাণিজ্য সংস্থায়।
➤‘মােডভ্যাট’ কথাটি যুক্ত—অন্তঃশুল্কের সঙ্গে।
➤ইম্পিরিয়্যাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়—১৯২১ সালে। (স্টেট ব্যাংকের পূর্বনাম)
➤স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়—১ জুলাই, ১৯৩৫ (জাতীয়করণ হয় ১৯৫৫ সালে)
➤কেলকার কমিটি—কর ব্যবস্থার সংস্কার।
➤বর্তমানে জি. ডি. পি-র কত শতাংশ শিক্ষাখাতে ব্যয় করা হয়—৩.২%.
➤"দশম পঞ্চবার্ষিকী" পরিকল্পনায় স্বাক্ষরতার বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে—৭৫% (বর্তমানে ৬৫%)।
➤ট্রেনিং রুরাল ইয়ুথ ফর সেল এমপ্লয়মেন্ট (TRYSEM) চালু—১৯৭৯।
➤আর. এল, ই, জি, পি চাল হয়—১৯৮৩ সালে।
➤নেহরু রােজগার যােজনা চালু হয় (শহরে)—অক্টোবর, ১৯৮৯ ।
➤গঙ্গা কল্যাণ যােজনা চালু হয়—১৯৯৭-৯৮
➤কস্তুরবা গান্ধি এডুকেশনাল স্কিম চালু হয়—আগস্ট, ১৯৯৭
➤স্বর্ণ জয়ন্তী শহরি রােজগার যােজনা চালু হয়—ডিসেম্বর, ১৯৯৭।
➤শিক্ষা সহায়ক যােজনা চালু হয়—২০০১-২০০২।
➤সম্পূর্ণ গ্রামীণ রােজগার যােজনা চালু হয়—২৫ সেপ্টেম্বর, ২০০১।
➤আই. ডি. বি. আই প্রতিষ্ঠিত হয়—১৯৬৪।
➤স্যাটেলাইট মানি অর্ডার সার্ভিস চালু হয়—ডিসেম্বর, ১৯৯৪।
➤কোন প্রধানমন্ত্রী লােকসভায় বাজেট পেশ করেন—জওহরলাল নেহেরু।
➤নরসিংহম কমিটি (দ্বিতীয়)—ব্যাংক ব্যবস্থার সংস্কার।
➤ডাভে কমিটি—অসংগঠিত ক্ষেত্রের পেনসন বিষয়ক।
➤কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পটি চালু হয়—১৯৭৭-৭৮ সালে।
➤‘খাদ্য, কাজ এবং উৎপাদনশীলতা’—স্লোগানটি ব্যবহূত হয়—সপ্তম পরিকল্পনায়।
➤কোন্ পঞবার্ষিকী পরিকল্পনাকে মহলানবিশ মডেল’ বলা হয়? ২য় পবার্ষিকী পরিকল্পনা।
➤UN-এর প্রথম এশীয় মহাসচিব কে ছিলেন? উথান্ট।