ভারতকে যুক্তরাষ্ট্র বলার ১০টি কারণ

ভারতকে যুক্তরাষ্ট্র বলার ১০টি কারণ 

ভারতকে যুক্তরাষ্ট্র বলার ১০টি কারণ - 10 reasons to call India the United States
ভারতকে যুক্তরাষ্ট্র বলার ১০টি কারণ - 10 reasons to call India the United States


১. ভারতীয় সংবিধানের কোথাও ভারতকে যুক্তরাষ্ট্র (Federal) বলা হয়নি। সংবিধানের ১নং ধারায় ভারতকে একটি রাজ্য সমূহের ইউনিয়ন হিসাবে বলা হয়েছে (India, that is Bharat, shall be a union of States) | 


২. সংবিধানের জনক ড: বি আর আম্বেদকর ভারতকে’ যুক্ত রাষ্ট্র’ না বলে 'ইউনিয়ন’ বলার পক্ষে দুটি যুক্তি দিয়েছেন ক) অঙ্গরাজ্যগুলির মধ্যে চুক্তির ফলে ভারতীয় যুক্তরাষ্ট্র সৃষ্টি হয়নি এবং (খ) চুক্তির ফলে সৃষ্টি হয়নি বলেই কোন অঙ্গরাজ্যের ভারতীয় যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়ার অধিকারও নেই। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায় ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থাটি স্বাধীন রাষ্ট্রসমূহের (অঙ্গরাজ্য) মধ্যে চুক্তির মধ্য দিয়ে গড়ে ওঠেনি। 


৩. ব্রিটিশ সরকার আমাদের একটি এককেন্দ্রিক সরকার (রাষ্ট্র) প্রদান করতে চেয়েছিল। কিন্তু ভারতীয়রা (সংবিধান প্রণেতাগণ) যুক্তরাষ্ট্র কাঠামােটি গ্রহণ করেছিলেন ভারতবর্ষের বৈচিত্র্যের ঐক্যের ধারনা থেকে। 


৪. ইউনিয়ন (Union) শব্দটির দ্বারা কোন বিশেষ শাসন ব্যবস্থাকে বােঝায় না। এই শব্দটির দ্বারা এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্র ও আধা যুক্তরাষ্ট্র বােঝায়।


৫. অধ্যাপক হােয়ার ভারতকে একটি আধা-যুক্তরাষ্ট্র দেশ হিসাবে গণ্য করেছেন। কারণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতাে, যুক্তরাষ্ট্রের আদর্শগুলি সর্বক্ষেত্রে গ্রহণ করা হয়নি। এছাড়া কেন্দ্রিকতার প্রতি ঝোঁক ভারতকে আধা যুক্তরাষ্ট্রে পরিণত করেছে।


৬. ভারতের সংবিধান প্রণেতাগণ যে সব কারণে ভারতে যুক্তরাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করেছেন সেগুলি হল— ক) ঐক্যের আকাঙ্ক্ষা খ) বৈচিত্র্যময় ভারতীয় জীবনযাত্রা গ) আয়তনের বিশালতা, ঘ) গণতন্ত্র ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঙ) প্রাদেশিক স্বাতন্ত্রের মনােভাব ও নেতৃত্ব।


৭. যুক্তরাষ্ট্র গঠনের ক্ষেত্রে মূলতঃ দুটি পদ্ধতি অবলম্বন করা হয়। একটি হল একত্রীকরণ এবং অপরটি হল বিভক্তিকরণ পদ্ধতি। 

একত্রীকরণ পদ্ধতিতে কতকগুলি রাষ্ট্র (রাজ্য) তাদের স্বাধীনতা কিছু পরিমাণ বিসর্জন দিয়ে একটি রাষ্ট্রে মিলিত হয়। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র গড়ে উঠেছে।  

অন্যদিকে বিভক্তিকরণ পদ্ধতিতে রাষ্ট্রের প্রদেশ (অঙ্গরাজ্য)-গুলি সম্পূর্ণ স্বাধীনতা হারিয়ে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে রাষ্ট্র সৃষ্টি করে। এইভাবে কানাডা, ভারত প্রভৃতি রাষ্ট্র গড়ে উঠেছে।

৮. ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি হল : রাজ্য সরকারগুলির পরিবর্তে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। আইন বিষয়ক, শাসন বিষয়ক এবং অর্থ সংক্রান্ত ক্ষমতা প্রভৃতি সকল ক্ষেত্রেই কেন্দ্রীয় প্রাধান্য স্পষ্ট। 

৯. অনেকের মতে ভারত সমবায়ী যুক্তরাষ্ট্র – ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সহযােগিতার উপর গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে রাজ্যপালদের সম্মেলন, মুখ্যমন্ত্রীদের সম্মেলন, আন্তঃ রাজ্যপরিষদ, জাতীয় উন্নয়ন পরিষদ প্রভৃতির কথা বলা যায়। এইভাবে অঙ্গরাজ্যগুলিকে শুধু সিদ্ধান্ত রূপায়ণই নয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সুযােগ দেওয়া হয়। এই কারণে ভারতীয় রাষ্ট্রকে সমবায়ী যুক্তরাষ্ট্র বলা হয়ে থাকে। | 

১০. ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের প্রাধান্যের কারণ হল যুক্তরাষ্ট্রীয় তত্ত্বের পরিবর্তে জাতীয় স্বার্থকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় ঐক্য ও সংহতির স্বার্থে শক্তিশালী কেন্দ্রীয় সরকারের প্রাধান্য দেওয়া হয়েছে। ক্ষমতা বন্টনের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারকে  অধিক গুরুত্ব আরােপ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.