ভারতের ২৫টি হাই কোর্টের বিবরণ
Hi স্টুডেন্ট ,
আজকের এই পাঠে তোমরা জানতে পারবে, ভারতের ২৫টি হাই কোর্টের বিবরণ, যেমন হাই কোর্টের প্রতিষ্ঠা দিবস, প্রতিটি হাই কোর্টের অঞ্চলগত এলাকা তার শাখাগত এলাকা ইত্যাদি । এই তথ্য বিভিন্ন রকম পরীক্ষার প্রস্তুতিতে খুবই সাহায্যকারী, অযথা সময় নষ্ট না করে নিচের তালিকা থেকে তথ্য গুলো জেনে নেওয়া যাক ।
SL No. | হাইকোর্টের নাম | প্রতিষ্ঠা বর্ষ | অবস্থিত | অঞ্চলগত এলাকা | শাখা |
---|---|---|---|---|---|
1 | কলকাতা | ১৮৬২ | কলকাতা | পশ্চিমবঙ্গ এবং আন্দামান দ্বীপপুঞ্জ | জলপাইগুড়ি ও পাের্টব্লেয়ারে বেঞ্চ আছে |
2 | মুম্বই | ১৮৬২ | মুম্বই | মহরাষ্ট্র, গােয়া, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ | নাগপুর, পানাজি ও ঔরঙ্গাবাদে বেঞ্চ আছে |
3 | মাদ্রাসা | ১৮৬২ | চেন্নাই | তামিলনাড়ু ও পন্ডিচেরি | মাদুরাই |
4 | এলাহাবাদ | ১৮৬৬ | প্রয়াগরাজ | উত্তরপ্রদেশ | লখনউয়ে বেঞ্চ আছে |
5 | কর্ণাটক | ১৮৮৪ | বেঙ্গালুরু | কর্ণাটক | ধারবাদ, গুলবার্গ |
6 | পাটনা | ১৯১৬ | পাটনা | বিহার | নেই |
7 | জম্মু ও কাশ্মীর | ১৯২৮ | শ্রীনগর ও জম্মু | জম্মু ও কাশ্মীর | নেই |
8 | পাঞ্জাব ও হরিয়ানা | ১৯৪৭ | চন্ডিগড় | পাঞ্জাব, হরিয়ানা ও চন্ডিগড় | নেই |
9 | গুয়াহাটি | ১৯৪৮ | গুয়াহাটি | অসম, নাগাল্যান্ড, মিজোরাম,অরুণাচলপ্রদেশ | কোহিমা, আইজল, ইটানগর |
10 | ওড়িশা | ১৯৪৮ | কটক | ওড়িশা | নেই |
11 | রাজস্থান | ১৯৪৯ | যোধপুর | রাজস্থান | জয়পুরে বেঞ্চ আছে |
12 | মধ্যপ্রদেশ | ১৯৩৬ | জব্বলপুর | মধ্যপ্রদেশ | গােয়ালিয়র ও ইন্দোর |
13 | কেরল | ১৯৫৬ | কোচি | কেরল ও লাক্ষাদ্বীপ | নেই |
14 | গুজরাট | ১৯৬০ | আমেদাবাদ | গুজরাট | নেই |
15 | দিল্লি | ১৯৬৬ | নতুন দিল্লি | দিল্লি | নেই |
16 | হিমাচলপ্রদেশ | ১৯৭১ | সিমলা | হিমাচল প্রদেশ | নেই |
17 | সিকিম | ১৯৭৫ | গ্যাংটক | সিকিম | নেই |
18 | ছত্তিশগড় | ২০০০ | বিলাসপুর | ছত্তিশগড় | নেই |
19 | উত্তরাখণ্ড | ২০০০ | নৈনিতাল | উত্তরাখণ্ড | নেই |
20 | ঝাড়খণ্ড | ২০০০ | রাঁচি | ঝাড়খণ্ড | নেই |
21 | মণিপুর | ২০১৩ | ইম্ফল | মণিপুর | নেই |
22 | মেঘালয় | ২০১৩ | শিলং | মেঘালয় | নেই |
23 | ত্রিপুরা | ২০১৩ | আগরতলা | ত্রিপুরা | নেই |
24 | তেলেঙ্গানা | ২০১৯ | হায়দ্রাবাদ | তেলেঙ্গানা | নেই |
25 | অন্ধ্রপ্রদেশ | ২০১৯ | অমরাবতী | অন্ধ্রপ্রদেশ | নেই |