General Knowledge 60+ questions For All Competitive Exam
সুপ্রভাত বন্ধুরা,
➤'পিঞ্জর ’ উপন্যাসটি কে লিখেছেন ? —অমৃতা প্রীতম।
➤I Prefer violence to cowardice' কে বলেছেন? —মহাত্মা গান্ধি।
➤An Enemy of the people' অবলম্বনে সত্যজিৎ রায় ‘গণশত্রু ’ চলচ্চিত্রটি পরিচালনা করেন।
➤শেক্সপিয়ারের কোন্ নাটকে জ্যাকিস’ নামে একটি চরিত্র আছে? —অ্যাজ ইউ লাইক ইট।
➤Inlocate' কোন্ খেলার সঙ্গে যুক্ত? তীরন্দাজি।
➤Louvre Museum' কোথায় অবস্থিত? –প্যারিস।
➤সাধারণত সন্তুরে কটি তার থাকে? —১০০টি।
➤পৃথিবীতে কোন দেশটি সবথেকে পুরােনাে বিদ্যমান প্রজাতন্ত্র দেশ? —গ্রিস।
➤ব্রডগেজের দূরত্ব কত মিটার ? —১.৬৭ মিটার।
➤ন্যারােগেজের দূরত্ব কত মিটার? -০.৭৬২ মিটার / ০.৬১০ মিটার।
➤রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? —১৯৯২ সাল থেকে।
➤পৃথিবীর বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি? —ইন্দিরা গান্ধি জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়।
➤জম্মু-কাশ্মীর ছাড়া আর কোন্ রাজ্যের দুটি রাজধানী? —হিমাচল প্রদেশ, সিমলা (গ্রীষ্মকালে), ধরমশালা (শীতকালে)।
➤পদাতিক কবি কাকে বলা হয়? কবি সুভাষ মুখােপাধ্যায়কে।
➤‘টিমােথি পেনপােয়েম’ ছদ্মনামে কে কাব্যগ্রন্থ রচনা করেন? —মাইকেল মধুসূদন দত্ত।
➤ভারতবর্ষ অন্য কী কী নামে পরিচিত? —প্রাচীন সাহিত্যে জম্বুদ্বীপ, পারসিক ও আরবিদের কাছে হিন্দুস্তান এবং গ্রিকদের কাছে ইন্ডিয়া।
➤সাঁচি স্কুপের দৈর্ঘ্য কত? —৩৭ মিটার।
➤কোন্ কমিশনের সুপারিশে পাঞ্জাব রাজ্যের সৃষ্টি হয়? —শাহ কমিশনের সুপারিশে।
➤জাতীয় বর্ণনীতি গঠিত হয় কত সালে? —১৯৫২ সালে।
➤পৃথিবী থেকে চাঁদের কত অংশ দেখতে পাওয়া যায়? —৫৯ শতাংশ।
➤বৃহস্পতি সূর্যের সঙ্গে কত কোণ করে ঘােরে? —৪৮ ডিগ্রি কোণে।
➤সংখ্যাগতভাবে তফশিলি জাতি সংখ্যায় সর্বাধিক উত্তরপ্রদেশে। (পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ এবং বিহার)।
➤মােট জনসংখ্যার অনুপাতে তফশিলি জাতিরা অনুপাত গরিষ্ঠ পাঞ্জাবে (শতকরা ২৬.৮৭)।
➤ভারতে মােট তফশিলি জাতি ও উপজাতির শতকরা হার ২৩.৫।
➤তফশিলি উপজাতিরা সংখ্যায় সর্বাধিক ছত্তিশগড়ে (দ্বিতীয় ঝাড়খন্ড)।
➤তফশিলি উপজাতিরা মােট জনসংখ্যার অনুপাতে সংখ্যাগরিষ্ঠ লাক্ষাদ্বীপে (শতকরা ৯৩.৮২), মিজোরামে (শতকরা ৯৩.৫৫), নাগাল্যান্ডে (শতকরা ৮৩.৯৯) |
➤‘দ্য হর্স স্যু টেবিল—অ্যান ইনসাইড ভিউ অফ দি ইউ.এন সিকিউরিটি কাউন্সিল’ গ্রন্থটির লেখক কে? —চিন্ময় আর. ঘারে খান।
➤বিল্ডিং সাসটেইনেবল পিস’ গ্রন্থটির লেখক কে? —টম কিটিং, ডব্লিউ. অ্যান্ডি নাইট।
➤ম্যাজিক সিড়স’ গ্রন্থটির রচয়িতা কে? —ভি.এস.নইপল।
➤‘ফেটফুল ট্র্যাঙ্গেল’ গ্রন্থটির লেখক কে? —নােয়াম চমস্কি।
➤টু অ্যালােন, টু টুগেদার’ গ্রন্থটির লেখক কে? —সােনিয়া গান্ধি।
➤১৮৬১ সালে কে ইংল্যান্ডে বন্দেমাতরম সংবাদপত্র প্রতিষ্ঠা করেন? -মাদাম ভিকাজী কামা।
➤লেপচারা আদতে কোন্ রাজ্যের বাসিন্দা? —সিকিম।
➤১৯৬২ সালে ভারতে প্রথম টেলিভিশন সিরিয়াল প্ররাচিত হয়, সিরিয়ালটির নাম কী? -তিসরা রাস্তা।
➤তালবানা পক্ষী নিবাস কোথায় অবস্থিত? —চিল্কা হ্রদে।
➤বিন্ধ্য অধিপতি কাকে বলা হয় ? —গৌতমীপুত্র সাতকর্ণীকে।
➤সিরি শহর কে তৈরি করেন? —আলাউদ্দিন খলজি।
➤গুরুমুখী বর্ণমালা কে রচনা করেন? —গুরু অঙ্গদ।
➤নাও অ্যান্ড নেভার’ পুস্তকটি কে রচনা করেন? —চৌধুরী রহমত আলি।
➤বাঁশের তলােয়ার নিয়ে খেলা জাপানি ফেন্সিকে কী বলা হয়? —কেন্ডাে।
➤পৃথী—ভূমি থেকে ভূমি সামরিক ক্ষেপনাস্ত্র।
➤আকাশ —মধ্যমসীমার ভূমি থেকে আকাশ ক্ষেপনাস্ত্র।
➤ত্রিশূল—স্বল্পসীমার ভূমি থেকে আকাশ ক্ষেপনাস্ত্র।
➤‘দি লাইন অফ বিউটি’ গ্রন্থটির লেখক কে? —অ্যালান হােলিঙ্গহার্স্ট।
➤‘মীরা অ্যান্ড দি মহাত্মা গ্রন্থটির লেখক কে? —সুধীর কাক্কার।
➤‘মাই লাইফ’ গ্রন্থটির লেখক কে? —বিল ক্লিন্টন।
➤পিয়ানাে টিচার’ গ্রন্থটির লেখক কে? —আলফ্রেড জেলিনেক।
➤টু লাইভস্ গ্রন্থটির লেখক কে? —বিক্রম শেঠ।
➤নাগ - তৃতীয় প্রজন্মের ট্যাংক-ধ্বংসকারী ক্ষেপনাস্ত্র।
➤লক্ষ্য - চালকবিহীন নির্দিষ্ট লক্ষ্যগামী বিমান।
➤পঞ্চেন্দ্রিয় - মিশ্র রশ্মি অস্ত্রনিয়ন্ত্রণ ব্যবস্থা।
➤সাগরাধ্যায়ী - সামুদ্রিক জল গবেষণা জাহাজ বিশেষ।
➤অগ্নি - অভ্যন্তরীণ সীমার ক্ষেপনাস্ত্র।
➤‘আনটাচেবল গ্রন্থটির লেখক কে? —মুলক রাজ আনন্দ।
➤লিভিং হিস্ট্রি' গ্রন্থটির লেখক কে? —হিলারি ক্লিন্টন।
➤ইউনিফর্ম সিভিল কোড—এ মিরাজ’ গ্রন্থটির লেখক কে? —এম.পি.রাজু '
➤নেহরু—দি ইনভেনশন অফ ইন্ডিয়া' গ্রন্থটির লেখক কে? শশী থারুর।
➤‘এত রক্ত কেন’ গ্রন্থটির লেখক কে? – সমরেশ মজুমদার।
➤নিশান্ত - দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরসঞ্চালিত যান।
➤অবতার - উপগ্রহগুলিকে নজরদারী করার বিশেষ রকেট।
➤ভারতের প্রথম সম্পূর্ণ টেকনিকালার চলচ্চিত্র তৈরির কৃতিত্ব কার? -সােহরাব মােদি।
➤প্রথম লােকসভা কবে গঠিত হয়?—১৭ এপ্রিল ১৯৫২।