Affairs cloud Current Affairs in Bengali PDF 23rd April 2021
Q.1. সম্প্রতি 'মিগুয়েল ডিয়াজ ক্যানেল' কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন?
a. সিঙ্গাপুর।
b. অস্ট্রেলিয়া
c. কিউবা
d. এর কোনটিই নয়
Q.2. সম্প্রতি ভারতের 68তম গ্র্যান্ডমাস্টার খেতাব কে পেলেন?
a. নিহাল সাবিন
b. অর্জুন কল্যাণ
c. অভিজিত কুন্তে
d. এর কোনটিই নয়
Q.3. সম্প্রতি জাতীয় সিভিল সার্ভিস দিবস (National Civil Service Day) কবে পালিত হয়েছে?
a. 19 এপ্রিল
b.21 এপ্রিল
C. 20 এপ্রিল
d. এর কোনটিই নয়।
Q.4. সম্প্রতি প্লাস্টিক বর্জ্য সমুদ্রে প্রবেশ বােধ করার জন্য ভারত। কোন দেশের সঙ্গে একটি চুক্তি কবেছে?
a. জাপান
b. সিঙ্গাপুর
c. জার্মানী
d, এর কোনটিই নয়
Q.5. সম্প্রতি কোন দেশ 2050 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমনের 80% হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে?
a. রাশিয়া
b. ইজরায়েল
c. অস্ট্রেলিয়া
d. এর কোনটিই নয়
Q.6. সম্প্রতি মাউন্ট অন্নপূর্ণা জয়কারী প্রথম ভারতীয় মহিলা কে হলেন?
a. আর্মিশা যােশী
b. বরুণা সিং
c. প্রিয়াঙ্কা মােহিতে
d. এর কোনটিই নয়
Q.7. সম্প্রতি কোন রাজ্য সরকার স্বাস্থ্য সুরক্ষা সপ্তহ'-এর ঘােষণা করেছে?
a. মহারাষ্ট্র।
b. হরিয়ানা
c. ঝাড়খন্ড
d. এর কোনটিই নয়
Q.8. সম্প্রতি প্রয়াত শঙ্খ ঘােষ কে ছিলেন?
a. গায়ক
b. কবি
c. সাংবাদিক
d. এর কোনটিই নয়
Q.9. সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স 2021-এ কে শীর্ষে রয়েছে?
a. ফিনল্যান্ড
b. নরওয়ে।
c. ডেনমার্ক
d. এর কোনটিই নয়
Q.10. সম্প্রতি কে 'The Christmas Pig' নামক একটি বই লিখেছেন?
a. গ্যাবেথ মুর।
b. জে কে রাউলিং
c. রাস্কিন বন্ড
d. এর কোনটিই নয়