Bengali Current Affairs 29 April 2021
Current Affairs 29 April 2021
1. সম্প্রতি কোন সিনেমাটি অস্কার 2021-এ সেরা চলচ্চিত্র পুরষ্কার জিতেছে?
a. দ্যা ফাদার
b. নােমাডল্যান্ড
c. সাউন্ড অফ মেটাল
d. এর কোনটিই নয়
2. সম্প্রতি কোন দেশ আমেরিকা, কানাডা, নরওয়ে এবং কাতারের সাথে Net Zero Producer Forum-এ যােগ দিয়েছে?
a. সৌদি আরব
b. ভারত
c. ওমান
d. এর কোনটিই নয়
3. সম্প্রতি বিজ্ঞানীরা মিল্কিওয়ে ছায়াপথে যে ক্ষুদ্রতম কৃষ্ণগহ্ববের (Black Hole) আবিষ্কার করেছেন তার নাম কী রাখা হয়েছে?
a. টারজান
b. ইউনিকর্ন
c. স্কিড
d, এর কোনটিই নয়
4. সম্প্রতি Bharat Earth Movers Limited-ag CMD হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?
a. অমব যােশী।
b. শিখব গর্গ।
c. অমিত ব্যানার্জি
d. এর কোনটিই নয়
5. সম্প্রতি প্রয়াত পণ্ডিত রাজন মিত্র কে ছিলেন?
a. প্রণেতা
b. গায়ক
c. সাংবাদিক
d. এর কোনটিই নয়
6. সম্প্রতি কোন দেশ DANTAK প্রকল্পের 60 তম বর্ষ পূর্তি উতযাপন করেছে?
a. থাইল্যান্ড
b. ভুটান
c. ফিলিপাইন
d. এর কোনটিই নয়
7. সম্প্রতি কোন রাজ্য দক্ষতা বিকাশের (Skill Development)। জন্য যুব সম্প্রদায়কে প্রশিক্ষণ দিতে Microsoft-এর সাথে চুক্তি সাক্ষর করেছে?
a. উত্তরাখণ্ড
b. মধ্যপ্রদেশ
c. অন্ধ্র প্রদেশ
d. এর কোনটিই নয়
8. সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?
a. বিচারপতি এ এইচ চাহাল
b. বিচারপতি রাজেশ বিন্দাল
c. বিচারপতি এইচ সি গর্গ
d. এর কোনটিই নয়
9. সম্প্রতি কোন দেশ তার প্রথম মার্স রােভাবের নাম facica Zhurong?
a. ইউএসএ
b. অস্ট্রেলিয়া
c. চীন
d. এর কোনটিই নয়
10. সম্প্রতি কোন রাজ্য পুলিশ একটি COVID কেয়ার সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?
a. মহারাষ্ট্র
b. হরিয়ানা
c. কর্ণাটক
d. এর কোনটিই নয়