Bengali Current Affairs 30 April 2021

Bengali Current Affairs 30 April 2021 

Bengali Current Affairs 30 April 2021
Bengali Current Affairs 30 April 2021 


Current Affairs 30 April 2021 

Q.1. সম্প্রতি শ্রমিক স্মৃতি দিবস (Workers' Memorial Day) কবে পালিত হয়েছে? 


a. 26 এপ্রিল 

b. 28 এপ্রিল 

c. 27 এপ্রিল 

d. এর কোনটিই নয় 


Q.2. সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO) কোন দেশকে 4000 কনসেনট্রেটার সরবরাহ করার কথা ঘােষণা করেছে? 


a. ভারত 

b. ইতালি 

c. জাপান 

d. এর কোনটিই নয় 


Q.3. সম্প্রতি কোন দেশ শিশুদের পাঠ্যক্রমে রামায়ণ এবং মহাভারতকে অন্তভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে? 


a. সৌদি আরব 

b.ইবান 

c. ওমান 

d. এর কোনটিই নয় 


Q.4. সম্প্রতি কোন দেশের প্রাক্তন ক্রিকেটার প্যাট কামিন্স PM Cares Fund-এ 50 হাজার ডলার দান কবেছেন? 


a. ইংল্যান্ড 

b. নিউজিল্যান্ড 

c. অস্ট্রেলিয়া। 

d. এর কোনটিই নয় 


Q.5. সম্প্রতি প্রয়াত দাদুদান গারভি কে ছিলেন? 


a. প্রণেতা 

b. গায়ক 

c. সাংবাদিক 

d. এর কোনটিই নয় 


Q.6. সম্প্রতি ভারতের পর কোন দেশ SputnikV এর  জরুরি ব্যবহার অনুমােদন করেছে? 


a. থাইল্যান্ড। 

b. বাংলাদেশ 

c. ফিলিপাইন 

d. এর কোনটিই নয় 


Q.7. সম্প্রতি কে ব্যাংকের MD এবং CEO-দের মেয়াদ সম্পর্কে নতুন নির্দেশিকা জারি করেছে? 


a. সুপ্রিম কোর্ট 

b. NITI আযােগ 

c . RBI 

d. এর কোনটিই নয় 


৫.৪. সম্প্রতি কোন সংস্থা ডেলিভারি কোম্পানী DailyJoy-এর অধিগ্রহণ করেছে? 


a. Amazon 

b. Lenskart 

C. Flipkart 

d. এর কোনটিই নয় 


Q.9. সম্প্রতি কোন দেশের মন্ত্রিসভা পাবলিক প্লেসে সব ধরণের মুখ ঢাকা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? 


a. ইউ এস এ 

b. অস্ট্রেলিয়া 

c. শ্রীলঙ্কা 

d. এর কোনটিই নয় 


Q.10. সম্প্রতি কে তার একটি নতুন উপন্যাস 'Whereabouts এটি প্রকাশ করেছেন? 


a. ইয়াশাস্বিনী চন্দ্র 

b. অমিতাভ ঘােষ 

c. ঝুম্পা লাহিড়ী 

d. এর কোনটিই নয় 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.