Current Affairs in Bengali PDF 17th April 2021
Current Affairs in Bengali PDF 17th April 2021 |
Q.1. সম্প্রতি বিশ্ব কলা দিবস (World Art Day) কবে পালিত হয়েছে ?
a. 15 এপ্রিল
b. 14 এপ্রিল
c. 10 এপ্রিল
d. এর কোনটি নয়
Q.2. সম্প্রতি মাইক্রোসফট 100টি গ্রামে Smart Agriculture নামক Pilot Project শুরু করার জন্য কোন মন্ত্রালয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ?
a. শিক্ষা মন্ত্রালয়
b. স্বাস্থ্য মন্ত্রালয়
c. কৃষি মন্ত্রালয়
d. এর কোনটি নয়
Q.3. সম্প্রতি অধ্যাপক কে বিজয়রাঘবন কোন App টি চালু করেছেন ?
a. Fiber app
b. MANAS app
c. Modern app
d. এর কোনটি নয়
Mental Health and Normalcy Augmentation System
Q.4. সম্প্রতি কোন দেশ ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত করেছে ?
a. পাকিস্তান
b. আফগানিস্তান
c.বাংলাদেশ
d . এর কোনটি নয়
Q.5. সম্প্রতি কোন দেশ Johnson & Johnson-এর ভ্যাকসিন নিষদ্ধ করেছে ?
a. আমেরিকা
b.দক্ষিণ আফ্রিকা
c. উপরের দুটি দেশ
d. এর কোনটি নয়
Q.6. সম্প্রতি 'Online Grievance Management Portal' (অনলাইন অভিযোগ ব্যবস্থা পোর্টাল ) কে চালু করেছে ?
a. রাজনাথ সিং
b. এম বেঙ্কাইয়া নাইডু
c. রবিশঙ্কর প্রাসাদ
d. এর কোনটি নয়
Q.7. সম্প্রতি 'Tata Consumer Products'-এর চেয়ারম্যান হিসাবে কাকে মনোনীত করা হয়েছে ?
a. সুশীল চন্দ্র
b. পুনীত দাস
c. সির্দ্ধার্থ লংজাম
d. এর কোনটি নয়
Q.8. সম্প্রতি কোন দেশ জলবায়ু পরিবর্তনের জন্য আইন প্রণয়ন করা প্রথম দেশ হয় উঠেছে ?
a. নিউজিল্যান্ড
b. ব্রিটেন
c. আমেরিকা
d. এর কোনটি নয়
Q.9. সম্প্রতি ICC ODI batting rankings-এর শীর্ষে কে রয়েছেন ?
a. বিরাট কোহলি
b. রোহিত শর্মা
c.বাবর আজম
d. এর কোনটি নয়
Q.10. সম্প্রতি 'Laureus World Sports Awards 2021'-এর আয়োজন কোন দেশ করবে ?
a.ফ্রান্স
b.স্পেন
c. জার্মানি
d. এর কোনটি নয়