Current Affairs in Bengali PDF 20 April 2021
Current Affairs in Bengali PDF 20 April 2021 |
Q. 1. সম্প্রতি কোন রাজ্য সরকার 10 টি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কথা ঘোষণা করেছে ?
a.মধ্যপ্রদেশ
b.উত্তর প্রদেশ
c.মহারাষ্ট্র
d.এর কোনটি নয়
Q. 2.সম্প্রতি NASA 2024 সালের মধ্যে যে "Artemis Mission " করতে চলেছে দুই মার্কিন মহাকাশচারীকে চাঁদে পাঠানোর জন্য নিচের কোন সংস্থা র সাথে চুক্তি করেছে ?
a.ISRO
b.SpaceX
c.CNSA
d.এর কোনটি নয়
Q. 3.সম্প্রতি কোন সংস্থা তার 10 লাখের বেশি কর্মচারীদের COVID -19 টিকা দেয়ার কথা ঘোষণা করেছে ?
a.Flipkart
b.Amazon
c.Facebook
d.এর কোনটি নয়
Q. 4. COVID -19 দ্বারা সবথেকে বেশি প্রভাবিত হয়েছে ভারতের কোন শহর ?
a.দিল্লি
b.মুম্বাই
c.ভোপাল
d.এর কোনটি নয়
Q. 5.সম্প্রতি কোন রাজ্য সরকার সমস্ত সরকারি অফিসে উপস্থিতি 50% সীমিত করেছে?
a.মহারাষ্ট্র
b.ঝাড়খন্ড
c.হরিয়ানা
d.এর কোনটি নয়
Q. 6.কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে ধামরা নদীর উপর 110 কোটি টাকার ROPAX জেটি প্রকল্প অনুমোদন করেছে ?
a.মহারাষ্ট্র
b.ওড়িষা
c.বিহার
d.এর কোনটি নয়
Q. 7.সম্প্রতি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভিনেশ ফোগাট কোন পদক জিতেছেন ?
a.সিলভার
b.ব্রোঞ্জ
c.গোল্ড
d.এর কোনটি নয়
Q. 8.সম্প্রতি প্রয়াত ড : নরেন্দ্র কোহলি কে ছিলেন ?
a.গায়ক
b.চিত্রকার
c.সাহিত্যিক
d.এর কোনটি নয়
Q. 9.সম্প্রতি কোন রাজ্য সরকার অক্সিজেন সিলিন্ডার রপ্তানি বন্ধ করেছে ?
a.মহারাষ্ট্র
b.ওড়িশা
c.গোয়া
d.এর কোনটি নয়
Q. 10.সম্প্রতি BCCI কোন দেশের ক্রিকেট দলকে ভিসা দিতে সম্মত হয়েছে?
a.বাংলাদেশ
b.পাকিস্তান
c.আফগানিস্তান
d.এর কোনটি নয়