Current Affairs in Bengali PDF 21 April 2021
Q.1. সম্প্রতি বিশ্ব লিভাব দিবস (World Liver Day) কবে পালিত হয়েছে?
a. 17 এপ্রিল
b. 19 এপ্রিল
c. 18 এপ্রিল
d. এর কোনটিই নয়
Q.2. সম্প্রতি JustDial সংস্থার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন?
a. অজয় দেবগন
b. সালমান খান
c. রণবীর সিং
d. এর কোনটিই নয়
Q.3. সম্প্রতি উত্তরাখণ্ডের কোন হ্রদের তীরে একটি ওয়াটার স্পাের্টস এবং অ্যাডভেঞ্চার ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে?
a. ভীমতাল হ্রদ
b. তেহরি হ্রদ
c. নয়নিতাল হ্রদ
d. এর কোনটিই নয়
Q.4. সম্প্রতি প্রয়াত আহমেদ হুসেন কোন খেলার সাথে যুক্ত। ছিলেন?
a. হকি
b. টেনিস
c. ফুটবল
d. এর কোনটিই নয়
Q. 5. সম্প্রতি ইতালি ভারতে তার প্রথম মেগা ফুড পার্ক প্রকল্প কোথায় শুরু করেছে?
a. গুজরাট
b. উত্তরাখণ্ড
c. ঝাড়খন্ড
d. এর কোনটিই নয়
Q.6. সম্প্রতি রামায়ণ নিয়ে প্রথম অনলাইন প্রদর্শনীর কে উদ্বোধন করেছেন?
a. নরেন্দ্র মােদী
b. প্রল্লাদ সিং প্যাটেল
c. যােগী আদিত্যনাথ
d. এর কোনটিই নয়
Q.7. সম্প্রতি কোন দেশ অক্টোবর 2021 এর মধ্যে Luna 25 মিশন চালু করবে?
a. চীন।
b. জাপান।
c. রাশিয়া
d. এর কোনটিই নয়
Q.8. সম্প্রতি কোন ব্যাংক মাস্টার কার্ডের সহযােগিতায় Pay by Bank অ্যাপ চালু করেছে?
a. Axis Bank
b. HDFC Bank
C. RBL Bank
d. এর কোনটিই নয়
Q.9. সম্প্রতি কোন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং PDF ডেভেলপার চার্লস গেশকে প্রয়াত হয়েছেন?
a. Twitter
b. Adobe
c. Microsoft
d. এর কোনটিই নয়
Q.10. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ভারত সফর বাতিল করেছেন?
a. সিঙ্গাপুর
b. অস্ট্রেলিয়া
c. ব্রিটেন
d. এর কোনটিই নয়