Bengali Daily Current Affairs 01 May 2021
Bengali Daily Current Affairs 01 May 2021 |
Daily Current Affairs 01 May 2021
1. সম্প্রতি আন্তর্জাতিক নৃত্য দিবস (International Dance Day) কবে উদযাপিত হয়েছে?
a. 27 এপ্রিল
b. 29 এপ্রিল
c. 28 এপ্রিল
d. এর কোনটিই নয়
2. সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO) কোন দেশকে 4000 কনসেনট্রেটার সরবরাহ করার কথা ঘােষণা করেছে?
a. ভারত
b. ইতালি
c. জাপান
d. এর কোনটিই নয়
3. সম্প্রতি কেন্দ্র সরকার কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে GNCTD আইন লগু করেছে?
a. আন্দামান নিকোবর
b. দিল্লী
c. হিমাচল প্রদেশ
d. এর কোনটিই নয়
4. সম্প্রতি টাইম ম্যাগাজিনের 100টি প্রভাবশালী সংস্থার (Influential Companies) তালিকায় কোন ভারতীয় সংস্থা জায়গা করে নিয়েছে?
a. Jio
b. Wipro
C. TCS
d. এর কোনটিই নয়
5. সম্প্রতি কোন রাজ্যে 'Oxygen on Wheels' উদ্যোগ শুরু হয়েছে?
a. গুজরাট
b. হরিয়ানা
c. মহারাষ্ট্র
d. এর কোনটিই নয়
6. সম্প্রতি কোন দেশ ভারতকে COVID চিকিত্সা সামগ্রী কেনার জন্য 10 মিলিয়ন মার্কিন ডলার দান করেছে?
a. ইংল্যান্ড
b. নিউজিল্যান্ড
c. কানাডা
d. এর কোনটিই নয়
7. সম্প্রতি প্রয়াত মনােজ দাস কে ছিলেন?
a. গায়ক
b. লেখক
c. সাংবাদিক
d. এর কোনটিই নয়
8. সম্প্রতি BRO-তে কমান্ডিং অফিসার হিসাবে প্রথম মহিলা কে নিযুক্ত হলেন?
a. প্রিয়াংকা মহিতে
b. সামিষ্ঠ ব্যানার্জি
c. বৈশালী এস হিওয়াসে
d. এর কোনটিই নয়
9. সম্প্রতি প্রকাশিত Chandler Good Government Index 2021-এ কোন দেশ শীর্ষে রয়েছে?
a. সুইজারল্যান্ড
b. ফিনল্যান্ড
c. সিঙ্গাপুর
d. এর কোনটিই নয়
10. সম্প্রতি কোন দেশ রােবট প্রােটোটাইপ NEO-01 ক্লিয়ার স্পেস ডেব্রি লঞ্চ করতে চলেছে?
a. ইউএসএ
b. অস্ট্রেলিয়া
c. চীন
d. এর কোনটিই নয়