Bengali Daily Current Affairs 18th May 2021
Bengali Daily Current Affairs 18th May 2021 |
Current Affairs 18 May 2021
Q.1. সম্প্রতি কোন রাজ্য 'মারু গাম - করোনা মুক্ত গাম' অভিযান শুরু করেছে?
a. গােয়া
b. গুজরাট
c. ওডিশা
d. এর কোনটিই নয়
গুজরাট
৫.2. সম্প্রতি বিশ্বব্যাংক কোন দেশকে টিকাকরণের জন্য 80.5 মিলিয়ন ডলার দেওয়ার কথা ঘােষণা করেছে?
a. শ্রীলঙ্কা
b. ভুটানের
c. অস্ট্রেলিয়া
d. এর কোনটিই নয়
শ্রীলঙ্কা
Q.3. সম্প্রতি কে বিনামূল্যে ভিডিও স্ট্রিমিং পরিষেবা mini TV চালু করার কথা ঘােষণা করেছে?
a. Flipkart
b. Amazon
c. Facebook
d. এর কোনটিই নয়
Amazon
Q.4. সম্প্রতি কোন রাজ্য সরকার বিশেষভাবে ডিজাইন করা মােবাইল অ্যাপ্লিকেশন দ্বারা বানর গননা (Monkey Census) পরিচালনা করছে?
a. রাজস্থান
b. মহারাষ্ট্র
c. হরিয়ানা
d. এর কোনটিই নয়
হরিয়ানা
Q.5. সম্প্রতি কোন দেশ তার 'Yaogan-30 Satellites' পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করেছে?
a. ফ্রান্স
b. চীন
c. ইতালি
d. এর কোনটিই নয়
চীন
Q.6. সম্প্রতি কোন দেশে একটি মানুষের শিশুর আকাবের ব্যাঙ পাওয়া গেছে?
a. ঘানা
b. সলােমন আইসল্যান্ড
c. জামাইকা
d. এর কোনটিই নয়
সলােমন আইসল্যান্ড
0.7. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিত্রকে কোন দেশের সরকার অর্ডার অফ দ্য রাইজিং সান প্রদান করবে?
a. জার্মানী
b. সিঙ্গাপুর
c. জাপান
d. এর কোনটিই নয়
জাপান
Q.৪. সম্প্রতি কোন দেশের প্রথম মার্স রােভার 'ঝুরং' (Jhurong) সফলভাবে লাল গ্রহে অবতরণ কবেছে?
a. রাশিয়া
b. চীন
c. জাপান
d. এর কোনটিই নয়
চীন
৫.9. সম্প্রতি কোন রাজ্যের প্রশাসন সিন্ধু দর্শন উৎসব স্থগিত করেছে?
a. হিমাচল প্রদেশ
b. জম্মু ও কাশ্মীর
c. লাদাখ
d. এর কোনটিই নয়
লাদাখ
Q.10. সম্প্রতি প্রথম ভারতীয় বংশােদ্ভুত ফাইটার কে যিনি MMA (Mixed Martial Arts) খেতাব জিতেছেন?
a. ব্র্যান্ডন ভেরা
b. অর্জন ভুল্লার
c. মাটিন গ্রিফিথস
d. এর কোনটিই নয়
অর্জন ভুল্লার