Daily Current Affairs in Bengali 20th May 2021

Daily Current Affairs in Bengali 20th May 2021

Daily Current Affairs in Bengali 20th may 2021
Daily Current Affairs in Bengali 20th may 2021


Current Affairs 20 May 2021 

হ্যালো,
বন্ধুরা Current Affairs in Bengali PDF 2021 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স) আজ কলমের পক্ষথেকে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি Current Affairs in Bengali PDF 2021 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স) , 20th May 2021 এর  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স -এর  ছোট্ট একটি অংশ, যা তোমাদের বিভিন্ন সরকারি পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন, WBP 2021, WBCS 2021, WBPSC 2021, WBP SI 2021 এই পরীক্ষাগুলিতে বিশিষ ভাবে উপকৃত করবে, সুতরাং আর দেরি না করে শুরু করা যাক ।



Q.1. সম্প্রতি আন্তর্জাতিক জাদুঘর দিবস' (International Museum Day) কবে পালন করা হয়েছে? 


a. 16 মে

b. 18 মে 

c. 17  মে 

d. এর কোনটিই নয়


 18 মে 


Q.2. সম্প্রতি কোন রাজ্য  সরকার আরােগ্যশ্রী প্রকল্পের আওতায় Mucormycosis-কে অন্তর্ভুক্ত করেছে?


a. অন্ধ্র প্রদেশ 

b. মহারাষ্ট্র

c. উত্তর প্রদেশ

d. এর কোনটিই নয়


অন্ধ্র প্রদেশ


Q.3. সম্প্রতি স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস প্রদানের জন্য Google Cloud-এর সাথে কে অংশীদারিত্ব করেছে? 


a. NASA 

b. SpaceX 

C. CNSA 

d. এর কোনটিই নয় 


SpaceX 


Q.4. সম্প্রতি Ministry of Tribal Affairs আশ্রম বিদ্যালয়গুলির ডিজিটালাইজেশন করার জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে? 


a. Google  

b. Facebook 

c. Microsoft 

d. এর কোনটিই নয় 


Microsoft 


Q.5. সম্প্রতি আয়ারল্যান্ডে কমন ক্রেন পাখি কত বছর পরে দেখতে পাওয়া গেছে? 


a. 200 

b. 300 

c. 100 

d. এর কোনটিই নয়


300 


Q.6. সম্প্রতি  AIBA Men's World Boxing Championship 2021 কোন দেশে অনুষ্ঠিত হবে? 


a. জার্মানী 

b. সিঙ্গাপুর 

c. সার্বিয়া 

d. এর কোনটিই নয় 

 

সার্বিয়া 


Q.7. সম্প্রতি কোন দেশ স্কুলে বিদেশী পাঠ্যক্রম পড়ানাে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? 


a. ফ্রান্স। 

b. চীন 

c. জাপান 

d. এর কোনটিই নয় 


চীন 


Q.৪. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 'HIT Covid App' চালু করেছেন? 


a. হিমাচল প্রদেশ 

b. হরিয়ানা 

c. বিহার 

d. এর কোনটিই নয় 


বিহার 


Q.9. সম্প্রতি BCCI-এর একজন রেফারি প্রয়াত হলেন তিনি কে? 


a. প্রশান্ত মহাপাত্র 

b. রাজেন্দ্র সিং জাদেজা 

c. উভয়েই 

d. এর কোনটিই নয় 


উভয়েই 


Q.10. সম্প্রতি কোন রাজ্য সরকার কোভিড ডিউটিতে মারা যাওয়া কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? 


a. উত্তরাখণ্ড 

b. রাজস্থান 

c. মধ্যপ্রদেশ 

d. এর কোনটিই নয় 


 মধ্যপ্রদেশ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.