Daily Current Affairs in Bengali 21th May 2021

Daily Current Affairs in Bengali 21th May 2021

Daily Current Affairs in Bengali 21th May 2021
Daily Current Affairs in Bengali 21th May 2021


Current Affairs 21 May 2021 

হ্যালো,

বন্ধুরা Current Affairs in Bengali PDF 2021 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স) আজ কলমের পক্ষথেকে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি Current Affairs in Bengali PDF 2021 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স) , 21th May 2021 এর  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স -এর  ছোট্ট একটি অংশ, যা তোমাদের বিভিন্ন সরকারি পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন, WBP 2021, WBCS 2021, WBPSC 2021, WBP SI 2021 এই পরীক্ষাগুলিতে বিশিষ ভাবে উপকৃত করবে, সুতরাং আর দেরি না করে শুরু করা যাক ।

 

Q.1. সম্প্রতি কোন দেশ সফলভাবে Haiyang-2D নামক একটি 'Ocean Observation Satellite' উৎক্ষেপণ করেছে? 


a. রাশিয়া 

b. চীন 

c. ইউএসএ 

d. এর কোনটিই নয় 


 চীন 


Q.2. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধান পরিষদ প্রতিষ্ঠার কথা ঘােষণা করেছেন? 


a. পশ্চিমবঙ্গ 

b. মহারাষ্ট্র 

c. উত্তর প্রদেশ  

d. এর কোনটিই নয় 


পশ্চিমবঙ্গ


Q.3. সম্প্রতি প্রকাশিত একটি রিপাের্ট অনুযায়ী নিম্নের কোন শহরটি গুদাম (Warehouse) ভাড়া নেওয়ার জন্য সবচেয়ে ব্যয়বহুল? 


a. হংকং

b. লন্ডন 

c. সান ফ্রান্সিসকো

d. এর কোনটিই নয় 


লন্ডন 


Q.4. সম্প্রতি কোন সংস্থা অ্যান্টি-কোভিড ড্রাগ 2-DG তৈরি করেছে? 


a. ICMR 

b. Bharat Biotech 

C. DRDO 

d. এর কোনটিই নয় 


DRDO 


Q.5. সম্প্রতি প্রয়াত 'চার্লস গ্রোডিন' কে ছিলেন? 


a. গায়ক 

b. অভিনেতা 

c. সাংবাদিক 

d. এর কোনটিই নয় 


অভিনেতা 


Q.6. সম্প্রতি ভারতের প্রথম কৃষি রপ্তানি সুবিধা কেন্দ্রের (Agricultural Export Facilitation Center) উদ্বোধন কোথায় হয়েছে? 


a. মুম্বাই 

b. পুনে

c. নয়াদিল্লি 

d. এর কোনটিই নয় 


পুনে


Q.7. সম্প্রতি "মােক্তার আনে " আবার কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? 


a. সুদান

b. ইথিওপিয়া 

c. মালি 

d. এর কোনটিই নয় 


মালি


Q.8. সম্প্রতি কোন দেশ তার সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার 'Simurgh' তৈরি করেছে?


a. ফ্রান্স 

b. ইরান 

c. জাপান 

d. এর কোনটিই নয় 


 ইরান 


Q.9. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 1250 কোটি টাকার 'COVID ত্রাণ প্যাকেজ ঘােষণা করেছেন? 


a. হিমাচল প্রদেশ 

b. হরিয়ানা 

c. কর্ণাটক 

d. এর কোনটিই নয় 


কর্ণাটক 


Q.10. সম্প্রতি ICMR দ্বারা COVID-19 চিকিত্সা তালিকা থেকে কাকে অপসারণ করা হয়েছে? 


a. RTPCR 

b. Plazma Therapy 

c. Remdesivir 

d. এর কোনটিই নয় 


Plazma Therapy 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.