Daily Current Affairs in Bengali 22th May 2021

Daily Current Affairs in Bengali 22th May 2021

Daily Current Affairs in Bengali 22th May 2021
Daily Current Affairs in Bengali 22th May 2021


Current Affairs 22 May 2021 

হ্যালো,

বন্ধুরা Current Affairs in Bengali PDF 2021 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স) আজ কলমের পক্ষথেকে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি Daily Current Affairs in Bengali PDF 2021 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স) , 22th May 2021 এর  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স -এর  ছোট্ট একটি অংশ, যা তোমাদের বিভিন্ন সরকারি পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন, WBP 2021, WBCS 2021, WBPSC 2021, WBP SI 2021 এই পরীক্ষাগুলিতে বিশিষ ভাবে উপকৃত করবে, সুতরাং আর দেরি না করে শুরু করা যাক আজকের Daily Current Affairs in Bengali 22th May 2021।

Q.1. সম্প্রতি 'World Metrology Day' কবে পালন করা হয়েছে? 


a. 18মে 

b. 20 মে 

c. 19 মে 

d. এর কোনটিই নয় 


20 মে 


Q.2. সম্প্রতি কোন রাজ্য সরকার Mukaramycosis-কে মহামারী ঘােষণা করেছে? 


a. রাজস্থান 

b. মহারাষ্ট্র 

c. উত্তর প্রদেশ 

d. এর কোনটিই নয় 


রাজস্থান 


Q.3. সম্প্রতি কোন রাজ্য সরকার অক্সিজেন প্ল্যান্টগুলিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার কথা ঘােষণা করেছে? 


a. দিল্লি

b. আসাম 

c. পাঞ্জাব 

d. এর কোনটিই নয় 


আসাম 


Q.4. সম্প্রতি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাডিয়া COVID-19 এর কারণে প্রয়াত হলেন? 


a. উত্তরাখণ্ড 

b. হিমাচল প্রদেশ 

c.রাজস্থান 

d. এর কোনটিই নয় 


রাজস্থান 


Q.5. সম্প্রতি COVID-19 পরীক্ষা করার জন্য 'ICMR' দ্বারা অনুমােদিত হােম টেস্টিং কিটের নাম কী? 


a. CoviCheck 

b. CoviSelf 

c. CoviSure 

d. এর কোনটিই নয় 


CoviSelf 


Q.6. সম্প্রতি 51তম ভারতীয় হস্তশিল্প মেলার উদ্বোধন কোথায় হয়েছে? 


a. মুম্বাই 

b. দিল্লি 

c. ভােপাল 

d. এর কোনটিই নয় 


 দিল্লি 


Q.7. সম্প্রতি কোন রাজ্য সরকার National Institute of Medicinal Plants প্রতিষ্ঠার ঘােষণা করেছে? 


a. ওডিশা 

b. কেরালা 

c. মহারাষ্ট্র 

d. এর কোনটিই নয় 


মহারাষ্ট্র 


Q.8. বিশ্বের প্রথম Private Digital Court কোন সংস্থা তৈরি করেছে? 


a. Jupitice Justice Technologies 

b. IIT Madras 

c. IIT Kanpur 

d. এর কোনটিই নয় 


Jupitice Justice Technologies 


q.9. সম্প্রতি কোন দেশ পলিইথিলিন প্লাস্টিক আমদানি নিষিদ্ধ করেছে? 


a. চীন

b. তুর্কি 

c. জাপান 

d. এর কোনটিই নয় 


তুর্কি 


Q.10. সম্প্রতি ভারতে Johnson & Johnson-এর সাথে যুক্ত হােয়ে কোভিড ভ্যাকসিন তৈরি করবে কোন ফার্মাসিউটিক্যাল সংস্থা? 


a. Biological - E 

b. Serum Institute 

c. Doctor Reddy's 

d. এর কোনটিই নয় 


Biological - E 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.