Daily Current Affairs in Bengali 25th May 2021
Daily Current Affairs in Bengali 25th May 2021 |
Current Affairs 25 May 2021
Q.1. সম্প্রতি 'আন্তর্জাতিক তিব্বত মুক্তি দিবস' কবে উদযাপন করা হয়েছে?
a.21 মে
b. 23 মে
c. 22 মে
d. এর কোনটিই নয়
23 মে
Q.2. সম্প্রতি ডারউইন আড়ের উপরের অংশটি ভেঙে পড়েছে এটি কোন দ্বীপের অংশ?
a. গালাপাগােস দ্বীপপুঞ্জ
b. মালপে দ্বীপ
c. প্রবাল দ্বীপ
d. এর কোনটিই নয়
গালাপাগােস দ্বীপপুঞ্জ
Q.3.কোন রাজ্য সরকার সম্প্রতি 'Home Isolation Kit' চালু করেছে?
a. উত্তরাখণ্ড
b. রাজস্থান
c. হিমাচল প্রদেশ
d. এর কোনটিই নয়
হিমাচল প্রদেশ
Q.4. সম্প্রতি কোন সংস্থা Black Fungus-এর ওষুধ 'Posaconazole' তৈরি করেছে?
a. Biocon
b. MSN Labs
c. Zydus Cadila
d. এর কোনটিই নয়
MSN Labs
Q.5. সম্প্রতি প্রয়াত 'লি ইভান্স' কোন খেলাধুলার সাথে সম্পর্কিত ছিল?
a. হকি
b. স্প্রিন্ট
c. বাস্কেটবল
d. এর কোনটিই নয়
স্প্রিন্ট
Q.6. সম্প্রতি MGNREGA কর্মক্ষেত্রে কর্মীদের প্রতি সময় উপস্থিতি (Real-Time Attendance) নিতে কোন অ্যাপ চালু করা হয়েছে?
a. MNRE App
b. RTAP App
C. NMMS App
d. এর কোনটিই নয়
NMMS App
Q.7. সম্প্রতি প্রয়াত বিজয় পাতিল কে ছিলেন?
a. প্রণেতা
b, সঙ্গীতজ্ঞ
c. গায়ক
d. এর কোনটিই নয়
সঙ্গীতজ্ঞ
Q.8. সম্প্রতি কে FIH-এর সভাপতি নির্বাচিত হয়েছেন?
a. শান মুহাম্মদ
b.নরিন্দর বাত্রা
c. আনন্দ শর্মা
d. এর কোনটিই নয়
নরিন্দর বাত্রা
Q.9. সম্প্রতি কোন সংস্থা James Webb Space Telescope নামক বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী Telescope তৈরি কবেছে?
a. NASA
b. Space X
C. Space X
d. এর কোনটিই নয়
NASA
Q.10. সম্প্রতি Asia Cup T20 টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে এটি কোন দেশে আয়ােজিত হওয়ার কথা ছিল?
a. ভারত
b. শ্রীলঙ্কা
c. বাংলাদেশ
d. এর কোনটিই নয়
শ্রীলঙ্কা