Daily Current Affairs In Bengali 29th June 2021

Daily Current Affairs In Bengali 29th June 2021

Daily Current Affairs In Bengali 29th June 2021
Daily Current Affairs In Bengali 29th June 2021


Current Affairs 29 June 2021 


Q.1. সম্প্রতি 'আন্তর্জাতিক MSME দিবস কবে পালিত হয়েছে? 


a.25 জুন 

b. 27 জুন 

c. 26 জুন 

d. এর কোনটিই নয় 

 

27 জুন 


Q.2. সম্প্রতি জলাতঙ্ক (Rabies) মুক্ত হওয়া প্রথম রাজ্য কোনটি? 


a. বিহার 

b. মহারাষ্ট্র 

c. গােয়া 

d. এর কোনটিই নয় 


গােয়া 


Q.3. সম্প্রতি 'নাশা মুক্ত ভারত অভিযান' নামক ওযেবসাইটটি কে চালু করেছে? 


a. ডাঃ হর্ষ বর্ধন সিং 

b. থাওয়ার চাঁদ গেহলট 

c. এস জয়শঙ্কর

d. এর কোনটিই নয় 


থাওয়ার চাঁদ গেহলট 


Q.4. সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা করোনা ভাইরাসের সমস্ত ভেরিয়েন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ভ্যাকসিন তৈরি করেছে? 


a. রাশিয়া 

b. আমেরিকা 

c. চীন

d, এর কোনটিই নয় 


আমেরিকা 


Q.5. সম্প্রতি ভারতের নতুন CentralVigilance Commissioner কে নিযুক্ত হলেন? 


a. বীরেন কুমার গুপ্ত 

b. সুরেশ এন প্যাটেল 

c. সঞ্জয় কোঠারি

d. এর কোনটিই নয় 


সুরেশ এন প্যাটেল 


Q.6. সম্প্রতি আহমেদাবাদে জেন গার্ডেন এবং কাইজেন একাডেমি কে উদ্বোধন করেছেন? 


a. বিজয় রূপানি 

b. নরেন্দ্র মােদী

c. আচার্য দেবব্রত 

d. এর কোনটিই নয় 


নরেন্দ্র মােদী


Q.7. সম্প্রতি কোন দেশ মালয়েশিয়াকে পিছনে ফেলে 2020-21 সালে ভারতের বৃহত্তম অপরিশােধিত পাম তেল রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে? 


a. ইরান 

b. ইন্দোনেশীয় 

c. সৌদি আরব 

d. এর কোনটিই নয় 


ইন্দোনেশীয় 


Q.৪. সম্প্রতি সৌরভ চৌধুরী ISSF বিশ্বকাপে কোন পদক জিতেছেন? 


a. গােল্ড 

b. ব্রোঞ্জ 

c. সিলভার 

d. এর কোনটিই নয় 


ব্রোঞ্জ 


Q.9. সম্প্রতি কোন রাজ্য সরকার টোকিও অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ীদের 3 কোটি টাকা অনুদান দেওয়ার ঘােষণা করেছে? 


a. মহারাষ্ট্র

b. উত্তর প্রদেশ 

c. তামিলনাড়ু 

d. এর কোনটিই নয় 


তামিলনাড়ু 


Q.10.কোন রাজ্য সরকার প্রাণী কল্যাণের জন্য ভারতের প্রথম Animal War Room স্থাপন করেছে? 


a. বিহার

b. কর্ণাটক 

c. হিমাচল প্রদেশ

d. এর কোনটিই নয় 


কর্ণাটক


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.