Daily Current Affairs in Bengali 16th June 2021
Current Affairs 16 June 2021
Daily Current Affairs in Bengali 16th June 2021 |
Q.1. সম্প্রতি বিশ্ব রক্তদাতা দিবস (World Blood Donor Day) কবে পালিত হয়েছে?
a. 12 জুন।
b. 14 জুন
c. 13 জুন
d. এর কোনটিই নয়
14 জুন
0.2. সম্প্রতি আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস (International Albinism Awareness Day) কবে পালন করা হয়েছে?
a. 11 জুন
b. 13 জুন
c. 12 জুন
d. এর কোনটিই নয়।
13 জুন
Q.3. সম্প্রতি UNCTAD-র প্রথম মহিলা Director General হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?
a. রেবেকা গ্রিনস্প্যান
b. সােমা মণ্ডল
c. গীতা শর্মা
d. এর কোনটিই নয়
রেবেকা গ্রিনস্প্যান
Q.4. সম্প্রতি 'শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির '-এর ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে?
a. অন্ধ্র প্রদেশ
b. জম্মু ও কাশ্মীর
c. কর্ণাটক
d. এর কোনটিই নয়
জম্মু ও কাশ্মীর
Q.5. সম্প্রতি শ্রীলঙ্কার কোন স্থানে চীন-শ্রীলঙ্কা মৈত্রী হাসপাতালের (China-Sri Lanka Friendship Hospital) উদ্বোধন করা হয়েছে?
a. কলম্বাে
b. পােলােন্নারুবা
c. শ্রী জয়বর্ধনেপুবম
d. এর কোনটিই নয়
পােলােন্নারুবা
Q.6. সম্প্রতি French Open 2021 পুরুষ সিঙ্গলস টেনিস খেতাব কে জিতেছেন?
a. রাফায়েল নাদাল
b. নােভাক জকোভিচ
c. স্টেফানােস সিৎসিপাস
d. এর কোনটিই নয়
নােভাক জকোভিচ
Q.7.সম্প্রতি French Open 2021 মহিলা সিঙ্গলস টেনিস খেতাব কে জিতেছেন?
a. নাওমি ওসাকা।
b. বারবােরা ক্রেজকিকোভা
c. মারিয়া শারাপােভা
d. এর কোনটিই নয়
বারবােরা ক্রেজকিকোভা
Q.৪. সম্প্রতি কোন রাজ্য সরকার 'Yuva Shakti Corona Mukti Abhiyan' শুরু করেছে?
a. মহারাষ্ট্র
b, হরিয়ানা
c. মধ্যপ্রদেশ
d. এর কোনটিই নয়
মধ্যপ্রদেশ
Q.9. সম্প্রতি কোন IIT-র অধ্যাপক ব্লাস্ট-রেজিস্ট্যান্ট হেলমেটের জন্য NSG পুরষ্কার জিতেছেন?
a. IIT দিল্লি
b. IIT মুম্বাই
c. IIT রুরকি
d. এর কোনটিই নয়
IIT রুরকি
Q.10. সম্প্রতি কোন দেশে ভারতীয় আম প্রচার কর্মসূচি (Indian Mango Promotion Program) শুরু হয়েছে?
a. ইরান
b. বাহরিন
c. ইতালি
d. এর কোনটিই নয়
বাহরিন