Daily Current Affairs In Bengali 24th June 2021
Daily Current Affairs In Bengali 24th June 2021 |
Current Affairs 24th June 2021
Q.1. সম্প্রতি কোন রাজ্য সরকার অন্ধ্র প্রদেশের 'নাডু নেদু। প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে?
a. কেরালা
b. তেলেঙ্গানা
c. কর্ণাটক
d. এর কোনটিই নয়
তেলেঙ্গানা
Q.2. সম্প্রতি স্টেফান লফভেন কোন দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভােটে পরাজিত হয়েছেন?
a. ইতালি
b.স্পেন
c. সুইডেন
d. এর কোনটিই নয়
সুইডেন
Q.3. সম্প্রতি CEU Open Society Award for 2021 পুরষ্কার কে জিতেছে?
a. প্রতিমা শেঠি
b. কে কে শৈলজা
c. প্রীতম শর্মা
d. এর কোনটিই নয়
কে কে শৈলজা
৫.4. সম্প্রতি কোন দেশ চীনের সাথে Joint International Lunar Research Center তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?
a. জাপান
b, ভারত
c. রাশিয়া
d. এর কোনটিই নয়
রাশিয়া
Q.5. সম্প্রতি মুনিশ্বর নাথ ভান্ডারী-কে কোন উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিয়ােগ করা হয়েছে?
a. বম্বে হাইকোর্ট
b. এলাহাবাদ হাইকোর্ট
c. পাটনা হাইকোর্ট
d. এর কোনটিই নয়
এলাহাবাদ হাইকোর্ট
2.6. সম্প্রতি কে তার নতুন বই 'The 7 Sins of Being a Mother' প্রকাশিত করার ঘােষণা করেছে?
a. রাস্কিন বন্ড
b. তাহিরা কাশ্যপ খুরানা
c. অমিতাভ ঘােষ
d. এর কোনটিই নয়
তাহিরা কাশ্যপ খুরানা
Q.7. সম্প্রতি ভারত এবং কোন দেশ ভারত মহাসাগরে দ্বিপাক্ষিক নৌ মহড়া পরিচালনা করেছে?
a. ফ্রান্স
b. শ্রীলঙ্কা
c. জাপান
d. এর কোনটিই নয়
জাপান
Q.৪. সম্প্রতি জান হ্যায় তাে জাহান হ্যায় প্রচার অভিযান কে শুরু করেছে?
a. ডাঃ হর্ষ বর্ধন সিং
b. মুখতার আব্বাস নকভি
c. নরেন্দ্র মােদী
d. এর কোনটিই নয়
মুখতার আব্বাস নকভি
Q.9. সম্প্রতি Airtel ভারতে 5G Network Solutions জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে ?
a. Wipro
b. TCS
c. Infosys
d. এর কোনটিই নয়
TCS
Q.10. সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের বিপাের্ট অনুযায়ী 2020 সালে FDI-এর 5ম বৃহত্তম প্রাপক কে?
a.ইউএসএ
b. ভারত
c. চীন
d. এর কোনটিই নয়
ভারত