Daily Current Affairs In Bengali 25th June 2021
Daily Current Affairs In Bengali 25th June 2021 |
Current Affairs 25 June 2021
Q.1. সম্প্রতি United Nations Public Service Day কবে পালিত হয়েছে?
a. 21 জুন
b. 23 জুন
c. 22 জুন
d. এর কোনটিই নয়
23 জুন
02. সম্প্রতি ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হিসাবে কাকে মনােনীত করা হয়েছে?
a. বীরেন্দ্র লাকরা
b. হরমনপ্রীত সিং
c. মনপ্রীত সিং
d. এর কোনটিই নয়
মনপ্রীত সিং
Q.3. সম্প্রতি জম্মু ও কাশ্মীর থেকে IAF-এর প্রথম মহিলা পাইলট কে হয়েছেন?
a. প্রতিমা শেঠি
b. মাওয়া সুদান
c. ডঃ তাডাং মিনু
d. এর কোনটিই নয়
মাওয়া সুদান
Q.4. সম্প্রতি কোন দেশ ভারতের সাথে Strategic Clean Energy Partnership (SCEP)-এর মাধ্যমে "Hydrogen Task Force" গঠন করেছে?
a. জাপান
b. কানাডা
c. আমেরিকা
d. এর কোনটিই নয়
আমেরিকা
Q.5. সম্প্রতি জনজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা কোন সংস্থার সহযােগিতায় ADI PRASHIKSHAN-নামক পাের্টাল চালু করেছেন?
a. FAO
b. UNDP
c. WHO
d. এর কোনটিই নয়
UNDP
Q.6. সম্প্রতি ইউনিস খান কোন দেশের ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন?
a. বাংলাদেশ
b. পাকিস্তান
c. আফগানিস্তান
d. এর কোনটিই নয়
পাকিস্তান
Q.7. সম্প্রতি ADB কোন দেশকে Covid-19 ভ্যাকসিন ক্রয়ের জন্য 940 মিলিয়ন ডলারের ঋণ অনুমােদন করেছে?
a. ফ্রান্স
b. শ্রীলঙ্কা
c. বাংলাদেশ
d. এর কোনটিই নয়
বাংলাদেশ
Q.৪. সম্প্রতি BCCI অলিম্পিকে খেলােয়াড়দের প্রস্তুতির জন্য কত কোটি টাকা অনুদান ঘােষণা করেছে?
a. 15
b. 08
c. 10
d. এর কোনটিই নয়
10
Q.9. সম্প্রতি বিশ্বের প্রথম জেনেটিক্যালি মডিফাইড রাবার প্ল্যান্ট কোথায় রোপণ করা হয়েছে?
a. ত্রিপুরা
b. আসাম
c. মণিপুর
d. এর কোনটিই নয়
আসাম
৫.10. সম্প্রতি কোন রাজ্য Learning Management System চালু করেছে?
a. কেরালা
b. তামিলনাড়ু
c. কর্ণাটক
d. এর কোনটিই নয়
কর্ণাটক