Daily Current Affairs In Bengali 30th June 2021
Daily Current Affairs In Bengali 30th June 2021 |
Current Affairs 30 June 2021
Q.1. সম্প্রতি কোন রাজ্য সরকার সারা বছর ধরে করবেট এবং রাজাজি টাইগার বিজার্ভ খােলা রাখার সিদ্ধান্ত নিয়েছে?
a. আসাম
b. উত্তরাখণ্ড
c. মধ্যপ্রদেশ
d. এর কোনটিই নয়
উত্তরাখণ্ড
Q.2. সম্প্রতি কোন মহাকাশ সংস্থা বিশ্বের প্রথম শারীরিকভাবে প্রতিবন্ধী মহাকাশচারীকে মহাকাশে পাঠানাের সিদ্ধান্ত নিয়েছে?
a. ESA
b. NASA
C. JAXA
d. এর কোনটিই নয়
ESA
Q.3. সম্প্রতি 'অ্যাটর্নি জেনারেল' কে কে বেণুগােপালের মেয়াদ কত বছর বাড়ানাে হয়েছে?
a. তিন
b. এক
c. দুই
d. এর কোনটিই নয়
এক
Q.4. সম্প্রতি কোন দেশ 2033 সালের মধ্যে মঙ্গলগ্রহে তাদের প্রথম Crew Mission পাঠানাের পরিকল্পনা করেছে?
a. রাশিয়া
b. আমেরিকা
c. চীন
d. এর কোনটিই নয়
চীন
Q.5. সম্প্রতি জাতীয় দুগ্ধ উন্নয়ন বাের্ডের (National Dairy Development Board) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে?
a. অমিত মিশ্র
b. মিনেশ শাহ
c. অনিকেত সিং
d. এর কোনটিই নয়
মিনেশ শাহ
Q.6. সম্প্রতি DRDO কোথায় সফলভাবে 'Agni Prime' মিশাইল পরীক্ষা করেছে?
a. রাজস্থান
b. ওডিশা
c. অন্ধ্র প্রদেশ
d. এর কোনটিই নয়
ওডিশা
Q.7. সম্প্রতি 'Fiercely Female: The Dutee Chand Story' বইটি কে লিখেছেন?
a. চিত্রা ব্যানার্জি
b.চেতন চৌহান
c. সুনদীপ মিশ্র
d. এর কোনটিই নয়
সুনদীপ মিশ্র
Q.৪. সম্প্রতি কে মঙ্গোলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান (Highest Cvilian Honor) (1631(60?
a. বিজয় মিত্তল
b. আর কে সভারওয়াল
c. আচার্য দেবব্রত
d. এর কোনটিই নয়
আর কে সভারওয়াল
Q.9. সম্প্রতি India Ratings 2021-22 অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার কত শতাংশ হওয়ার অনুমান করেছে?
a. 9.2%
b. 9.6%
c.8.9%
d. এর কোনটিই নয়
9.6%
2.10. সম্প্রতি 2021 সালের স্টাইরিয়ান গ্র্যান্ড প্রিক্স শিরােপা কে জিতেছেন?
a. লুইস হ্যামিল্টন
b. ম্যাক্স ভাস্টাপেন
c. ভালটেরি বটটাস
d. এর কোনটিই নয়
ম্যাক্স ভাস্টাপেন