Daily Current Affairs In Bengali 02nd July 2021

Daily Current Affairs In Bengali 02nd July 2021

Daily Current Affairs In Bengali 02nd July 2021
Daily Current Affairs In Bengali 02nd July 2021


Current Affairs 2 July 2021 


Q.1. সম্প্রতি আন্তর্জাতিক সংসদীয় দিবস (International Day of Parliamentarism) কবে পালিত হয়েছে?

 a. 28 জুন 

b. 30 জুন

c. 29 জুন 

d. এর কোনটিই নয় 


30 জুন


Q.2. সম্প্রতি  National Institute of Technical Teachers Training and Research (চেন্নাই)-এর Director হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে? 


a. সঞ্জয় ব্যানার্জি 

b. বিক্রম শেঠি 

c. উষা নাতেসান 

d. এর কোনটিই নয় 


উষা নাতেসান 


Q.3. সম্প্রতি আইসিয়াস তুকারামি এটি কিসের প্রতি যেটি 26/11 নায়ক তুকারাম ওম্বলের নামে নামকরণ করা হয়েছে? 


a. ব্যাঙ 

b. মাকড়সা 

c. টিকটিকি 

d. এর কোনটিই নয় 


মাকড়সা 


Q.4. সম্প্রতি টোকিও অলিম্পিক গেমসে যােগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় সাঁতারু কে হয়েছেন? 


a. ভবানী দেবী 

b. নেত্রা কুমানন 

c. সাজন প্রকাশ 

d. এর কোনটিই নয় 


সাজন প্রকাশ 


Q.5. সম্প্রতি জাপানের Fukuoka Grand Prize 2021 কে জিতেছে? 


a. কৌশিক বসু 

b. পি সাইনাথ 

c. মিনেশ শাহ 

d. এর কোনটিই নয় 


পি সাইনাথ 


Q.6. সম্প্রতি ইউরােপের প্রথম মাস্ক-ফ্রী দেশ নিম্নের কোনটি? 


a. ইতালি 

b. জার্মানি 

c. ফ্রান্স

d. এর কোনটিই নয় 


ইতালি 


Q.7. সম্প্রতি উত্তরপ্রদেশের কোন গ্রামে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এসেছেন? 


a. সম্বলপুর 

b. অম্বরপুর 

c. পারাউনখ 

d. এর কোনটিই নয় 


পারাউনখ 


Q.৪. সম্প্রতি IFUNA-এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? 


a. প্রবীণ সিনহা

b. শম্ভু নাথ 

c. আর কে সভারওয়াল 

d. এর কোনটিই নয় 


শম্ভু নাথ 


Q.9. সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর 'হাউসলা' কর্মসূচি চালু করেছেন? 


a. লাদাখ 

b. জম্মু ও কাশ্মীর 

c. চন্ডীগড় 

d. এর কোনটিই নয় 


জম্মু ও কাশ্মীর 


Q.10. সম্প্রতি ডােপ নিষেধাজ্ঞা প্রাপ্ত প্রথম মহিলা ক্রিকেটার কে হয়েছেন? 


a. শাফালি ভার্মা

b. অংশুলা রাও 

c. হরমনপ্রীত কৌর 

d. এর কোনটিই নয় 


অংশুলা রাও 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.