Daily Current Affairs In Bengali 04th July 2021
![]() |
Daily Current Affairs In Bengali 04th July 2021 |
Current Affairs 4 July 2021
Q.1. সম্প্রতি 'বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস (World Sports Journalists Day) কবে পালিত হয়েছে?
a. 30 জুন
b. 02 জুলাই
c. 01 সুলাই
d. এর কোনটিই নয়
02 জুলাই
Q.2. সম্প্রতি টোকিও অলিম্পিকে যােগ্যতা অর্জন কারী ভারতীয় নৌবাহিনীর ক্রীড়াবিদের কে হলেন?
a. সাজন প্রকাশ
b. আদিতি অশােক
c. এম পি জাবির
d. এর কোনটিই নয়
এম পি জাবির
Q.3. সম্প্রতি উত্তরপ্রদেশের কোন শহরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ডঃ আম্বেদকর মেমােরিয়াল অ্যান্ড কালচারাল সেন্টারের শিলান্যাস কবেছেন?
a. কানপুর
b. লখনউ
c. গােরক্ষপুর
d. এর কোনটিই নয়
লখনউ
Q.4. সম্প্রতি কোন ব্যাংক ডাক্তারদের জন্য 'Salute Do' স্কিম চালু করেছে?
a. PNB
b. ICICI Bank
c. BOB
d. এর কোনটিই নয়
ICICI Bank
Q.5. সম্প্রতি প্রয়াত এম প্রসন্নন কে ছিলেন?
a. প্রণেতা
b. ফুটবলার
c. গায়ক
d. এব কোনটিই নয়
ফুটবলার
Q.6. সম্প্রতি ভারত কোন দেশের সাথে জেলে বন্দীদের তালিকা বিনিময় কবেছে?
a. বাংলাদেশ
b. শ্রীলঙ্কা
c. পাকিস্তান
d. এর কোনটিই নয়
পাকিস্তান
Q.7. সম্প্রতি কোন রাজ্য সরকার 2021-24 সালের জন্য 'New IT Policy' চালু করেছে?
a. হরিয়ানা
b. অন্ধ প্রদেশ
c. কর্ণাটক
d. এর কোনটিই নয়
অন্ধ প্রদেশ
Q.8. সম্প্রতি কোন কবিকে Kuvempu National Award দিয়ে সম্মানিত করা হয়েছে ?
a.শম্ভু নাথ
b. রাজেন্দ্র কিশোর পান্ডা
c.আর কে সাভারওয়াল
d. এর কোনটিই নয়
রাজেন্দ্র কিশোর পান্ডা
Q.9. সম্প্রতি কোন ব্যাংক 'Salaam Dil Sey' উদ্যোগ করেছে?
a. Yes Bank
b. ICICI Bank
c. HDFC Bank
d. এর কোনটিই নয়
HDFC Bank
Q.10. সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশের নতুন DGP কে নিযুক্ত হয়েছেন?
a. কৌশিক বসু
b. মুকুল গােয়েল
c. মিনেশ শাহ
d. এর কোনটিই নয়
মুকুল গােয়েল