Daily Current Affairs In Bengali 08th July 2021
Daily Current Affairs In Bengali 08th July 2021 |
Current Affairs 8 July 2021
Q.1. সম্প্রতি 4 জুলাই স্বামীজীর কত তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে?
a. 117
b. 119
c. 121
d. এর কোনটিই নয়
119
Q.2. সম্প্রতি মধ্য প্রদেশের প্রথম রেল মিউজিয়াম কোন স্থানে খােলা হয়েছে?
a. খাজুরাহ
b. ভােপাল
c. সাঁচি
d. এর কোনটিই নয়
সাঁচি
Q.3. সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কতগুলি রাজ্যের জন্য নতুন রাজ্যপাল নিয়ােগ করেছেন?
a. 07
b. 05
c. 08
d. এর কোনটিই নয়
08
Q.4. সম্প্রতি কোন রাজ্যে PMGKAY-এর চতুর্থ পর্যায় কার্যকর করা হবে ?
a. ওডিশা
b. মহারাষ্ট্র
c. পশ্চিমবঙ্গ
d. এর কোনটিই নয়
পশ্চিমবঙ্গ
Q.5. সম্প্রতি 'অস্ট্রিয়ান এ্যান্ড প্রিক্স 2021' ফর্মুলা 1 রেস কে জিতেছেন?
a. ভালটেরি বটটাস
b. লুইস হ্যামিল্টন
c. ম্যাক্স ভাস্টাপেন
d. এর কোনটিই নয়
ম্যাক্স ভাস্টাপেন
Q.6. সম্প্রতি Kho Kho Federation of India-র নতুন President নির্বাচিত হয়েছেন কে?
a. মুকুল গোয়েল
b. সুধাংশু মিত্তল
c. এন বেনুধর রেড্ডি
d. এর কোনটিই নয়
সুধাংশু মিত্তল
Q.7. সম্প্রতি কোন বিমানবন্দর 'অপারেশন প্রবহ' শুরু করেছে?
a. মুম্বাই বিমানবন্দর
b. নয়াদিল্লি বিমানবন্দর
c. কোচিন বিমানবন্দর
d. এর কোনটিই নয়
কোচিন বিমানবন্দর
Q.৪. সম্প্রতি 52তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হবে?
a. মহারাষ্ট্র
b. গােয়া
c. আসাম
d. এর কোনটিই নয়
গােয়া
Q.9.সম্প্রতি 'The Fourth Lion: Essays for Gopalkrishna Gandhi' বইটি কে লিখেছেন?
a. বেণু মাধব গােবিন্দু
b. শ্রীনাথ রাঘবন
c. উপরের উভয়ই
d. এর কোনটিই নয়
উপরের উভয়ই
Q.10. সম্প্রতি Golf Training Academy কোন শহরে খােলা হয়েছে?
a. ভােপাল
b. শ্রীনগর
c. জয়পুর
d. এর কোনটিই নয়
শ্রীনগর