Daily Current Affairs In Bengali 10th July 2021
Daily Current Affairs In Bengali 10th July 2021 |
Current Affairs 10 July 2021
Q.1. সম্প্রতি ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে হয়েছেন?
a. কিরেন রিজিজু
b. মনসুখ মান্দাভিয়া
c. সর্বানন্দ সােনােয়াল
d. এর কোনটিই নয়
মনসুখ মান্দাভিয়া
Q.2. সম্প্রতি ভারতের কোন রাজ্যে জিকা ভাইরাসের প্রথম কেস পাওয়া গেছে?
a. ওডিশা
b. কর্ণাটক
c. কেরালা
d. এর কোনটিই নয়
কেরালা
Q.3. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে?
a. রাজস্থান
b. হরিয়ানা
c. পশ্চিমবঙ্গ
d. এর কোনটিই নয়
পশ্চিমবঙ্গ
Q.4. সম্প্রতি কর্ণাটকের প্রথম খনি স্কুল (Mining School) কোন জেলায় স্থাপন করা হবে?
a. কোপ্পাল
b. বল্লারি
c. শিমােগা
d. এর কোনটিই নয়
বল্লারি
Q.5. সম্প্রতি প্রয়াত কেশব দত্ত কোন খেলার সাথে সম্পর্কিত ছিলেন?
a. ফুটবল
b. হকি
c. বাস্কেটবল
d. এর কোনটিই নয়
হকি
Q.6. সম্প্রতি ওড়িশার কোন জেলার বিখ্যাত সিলভার ফিলিগ্রির জন্য GI-tag এর দাবি করা হয়েছে?
a. দেওগড়
b. কটক
c. বালাসাের
d. এর কোনটিই নয়
কটক
Q.7. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে একটি ফায়ারিং রেঞ্জের কোন অভিনেত্রীর নামে নামকরণ করেছে?
a. হেমা মালিনী
b. রেখা
c. বিদ্যা বালান
d. এর কোনটিই নয়
বিদ্যা বালান
Q.8. সম্প্রতি কোন ই-কমার্স কোম্পানী CashOn Delivery পেমেন্টকে ডিজিটালাইজড করতে PhonePe সাথে অংশীদারিত্ব করেছে?
a. Amazon
b. Myntra
c. Flipkart
d. এর কোনটিই নয়
Flipkart
Q.9. সম্প্রতি Amazon India গুজরাটের কোন শহবে 'Digital Kendra' শুরু করার ঘােষণা করেছে?
a. গান্ধীনগর
b. সুরাট
c. আহমদাবাদ
d. এর কোনটিই নয়
সুরাট
Q.10. সম্প্রতি কে ভিডিও কনফারেন্সের মাধ্যমে BRICS-এর সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকে (Culture Ministers Meeting) সভাপতিত্ব করেছেন?
a. নরেন্দ্র মােদী
b. প্রল্লাদ সিং প্যাটেল
c. এস জয়শঙ্কর
d. এর কোনটিই নয়
প্রল্লাদ সিং প্যাটেল