Daily Current Affairs In Bengali 14th July 2021
Daily Current Affairs In Bengali 14th July 2021 |
Current Affairs 14 July 2021
Q.1. সম্প্রতি 'বিশ্ব মালালা দিবস (World Malala Day) কবে পালিত হয়েছে?
a. 10 জুলাই
b. 12 জুলাই
c. 11 জুলাই
d. এর কোনটিই নয়
12 জুলাই
Q2. সম্প্রতি কোন রাজ্য 'Khelo India Youth Games' স্থগিত করেছে?
a. রাজস্থান
b. মহারাষ্ট্র
c. হরিয়ানা
d. এর কোনটিই নয়
হরিয়ানা
Q.3. সম্প্রতি ভারতের প্রথম বেসরকারী LNG facility plant কোথায় উদ্বোধন করা হয়েছে?
a. পুনে
b. নাগপুর
c. মুম্বাই
d. এর কোনটিই নয়
নাগপুর
Q.4. সম্প্রতি শের বাহাদুর দেউবাকে কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়ােগ করা হয়েছে?
a. মিয়ানমার
b. শ্রীলঙ্কা
c. নেপাল
d. এর কোনটিই নয়
নেপাল
Q.5. সম্প্রতি প্রয়াত মাধব মােঘে কে ছিলেন?
a. প্রণেতা
b. মিমিক্রি শিল্পী
c. গায়ক
d. এর কোনটিই নয়
মিমিক্রি শিল্পী
Q.6. সম্প্রতি পর্যটকদের জন্য বিশ্বের গভীরতম পুল কোথায় খােলা হয়েছে?
a. প্যারিস
b. দুবাই
c. লন্ডন
d. এর কোনটিই নয়
দুবাই
Q.7. সম্প্রতি ভারতের প্রথম 'ক্রিপ্টোগ্যামিক গার্ডেন' (Cryptogamic Garden) কোথায় উদ্বোধন করা হয়েছে?
a. জয়পুর
b. ভােপাল
c. দেরাদুন
d. এর কোনটিই নয়
দেরাদুন
Q.৪. সম্প্রতি 'আবি আহমেদ' কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ী হয়েছেন?
a. সুদান
b. ইথিওপিয়া
c. বাহরিন
d. এর কোনটিই নয়
ইথিওপিয়া
Q.9. সম্প্রতি কোন দেশের ক্রিকেটার মাহমুদউল্লাহ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন?
a. পাকিস্তান
b. বাংলাদেশ
c. আফগানিস্তান
d. এর কোনটিই নয়
বাংলাদেশ
Q.10. সম্প্রতি স্টেফান লফবেন কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হলেন?
a. সুইডেন
b. ফিনল্যান্ড
c. জার্মানি
d. এর কোনটিই নয়
সুইডেন