Daily Current Affairs In Bengali 16th July 2021
Daily Current Affairs In Bengali 16th July 2021 |
Current Affairs 16 July 2021
Q.1. সম্প্রতি 'বিশ্ব যুব দক্ষতা দিবস (World Youth Skills Day) কবে পালিত হয়েছে?
a. 13 জুলাই
b. 15 জুলাই
c. 14 জুলাই
d. এর কোনটিই নয়
15 জুলাই
Q.2. সম্প্রতি NTPC লিমিটেড ভারতের বৃহত্তম সােলার পার্ক কোথায় স্থাপন করবে?
a. কর্ণাটক
b. রাজস্থান
c. গুজরাট
d. এর কোনটিই নয়
গুজরাট
Q.3. সম্প্রতি National Forensic Science University-তে Center of Excellence-এর উদ্বোধন কে কবেছেন?
a. নরেন্দ্র মােদী
b. অমিত শাহ
c. পীযূষ গােয়েল
d. এর কোনটিই নয়
অমিত শাহ
Q.4. সম্প্রতি দেশের বৃহত্তম EV charging station কোথায় স্থাপন করা হবে?
a. কর্ণাটক
b. মহারাষ্ট্র
c. হরিয়ানা
d. এর কোনটিই নয়
মহারাষ্ট্র
Q.5. সম্প্রতি পল অরন্ডরফ প্রয়াত হলেন তিনি কে ছিলেন?
a. প্রণেতা
b. কুস্তিগীর
c. গায়ক
d. এর কোনটিই নয়
কুস্তিগীর
Q.6. সম্প্রতি ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় স্থাপন করা হবে?
a. লখনউ
b. পাটনা
c. জয়পুর
d. এর কোনটিই নয়
পাটনা
Q... সম্প্রতি T-20-তে 14000 রান করা প্রথম খেলােয়াড় কে হয়েছেন?
a. বিরাট কোহলি
b. মার্টিন জেমস গাপটিল
c. ক্রিস গেইল
d. এর কোনটিই নয়
ক্রিস গেইল
Q.৪. সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোথায় মহাত্মা গান্ধীর মূর্তি উন্মােচন করেছিলেন?
a. রাশিয়া
b. জর্জিয়া
c. ফ্রান্স
d. এর কোনটিই নয়
জর্জিয়া
Q.9. সম্প্রতি কোন রাজ্য সরকার স্থানীয় শিক্ষার্থীদের 50% সংবক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
a. কেরালা
b. কর্ণাটক
c. তেলেঙ্গানা
d. এর কোনটিই নয়
তেলেঙ্গানা
Q.10. সম্প্রতি কোন দেশ নেপালে একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য 1.3 বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে?
a. পাকিস্তান
b. ভারত
c. শ্রীলঙ্কা
d. এর কোনটিই নয়
ভারত
Nice helpful
উত্তরমুছুন16 July মোট ২০ টি Current Affairs pdf টি ডাউনলোড করুন