Daily Current Affairs In Bengali 17th July 2021
![]() |
Daily Current Affairs In Bengali 17th July 2021 |
Current Affairs 17 July 2021
Q.1. সম্প্রতি দেশের প্রথম Grain ATM কোথায় শুরু হয়েছে?
a. লখনউ
b. গুরুগ্রাম
c. নয়াদিল্লি
d. এর কোনটিই নয়
গুরুগ্রাম
2.2. সম্প্রতি রাজ্যসভায় সভার নেতা (Leader of the House) কে হলেন?
a. থাওয়ার চাঁদ গেহলট
b. পীযূষ গােয়েল
c. মল্লিকার্জুন খাড়গে
d. এর কোনটিই নয়
পীযূষ গােয়েল
৫.3. সম্প্রতি উত্তর-পূর্বাঞ্চলের কোন রাজ্য প্রথম গবাদি পশুরক্ষার জন্য আইন প্রস্তাব করেছে?
a. মিজােরাম
b. ত্রিপুরা
c. আসাম
d. এর কোনটিই নয়
আসাম
Q.4. সম্প্রতি কোন রাজ্য সরকার বৈদ্যুতিক বাইক ট্যাক্সি প্রকল্প চালু করেছে?
a. কেরালা
b. তামিলনাড়ু
c. কর্ণাটক
d. এর কোনটিই নয়
কর্ণাটক
Q.5. সম্প্রতি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি 'মামনুন হুসেন' প্রয়াত হলেন?
a. বাংলাদেশ
b. পাকিস্তান
c. আফগানিস্তান
d. এর কোনটিই নয়
পাকিস্তান
৫.6. সম্প্রতি কোন রাজ্য লেমরু এলিফ্যান্ট রিজার্ভের এলাকা ছােট করেছে?
a. ওডিশা
b. ছত্তিশগড়
c. ঝাড়খন্ড
d. এর কোনটিই নয়
ছত্তিশগড়
Q.7. সম্প্রতি লাদাখ কার সহায়তায় 2025 সালের মধ্যে পুবাে UT-কে Organic করার লক্ষমাত্র নির্ধারন করেছে?
a. কেরালা
b. কর্ণাটক
c. সিকিম
d. এর কোনটিই নয়
সিকিম
Q.৪. সম্প্রতি কে মহাকাশে যাওয়া প্রথম বিলিয়নেয়ার হয়েছেন?
a. জেফ বেজোস
b. রিচার্ড ব্র্যানসন
c. সিরিশা বালা
d. এর কোনটিই নয়
রিচার্ড ব্র্যানসন
Q.9. সম্প্রতি কোন রাজ্যের কাচার জেলা 'SKOCH Award' জিতেছে?
a. উত্তর প্রদেশ
b. হরিয়ানা
c. আসাম
d. এর কোনটিই নয়
আসাম
Q.10. সম্প্রতি Urdu Poets and Writers Gems of Deccan নামক বইটি কে রচনা করেছেন?
a. অশােক চক্রবর্তী
b. জে.এস. ইফতেখার
c. দীপক কাবরা
d. এর কোনটিই নয়
জে.এস. ইফতেখার