Daily Current Affairs In Bengali 21st July 2021

Daily Current Affairs In Bengali 21st July 2021

Daily Current Affairs In Bengali 21th July 2021
Daily Current Affairs In Bengali 21st July 2021


Current Affairs 21 July 2021 


Q.1. সম্প্রতি কোন রাজ্যের উচ্চ আদালত YouTube-এ সরাসরি কার্যক্রম সম্প্রচারকারী দেশের প্রথম আদালত হয়ে উঠেছে? 


a. ওডিশা

b. গুজরাট 

c. রাজস্থান 

d. এর কোনটিই নয় 


গুজরাট 


Q.2. সম্প্রতি কোন দেশ হজে অংশগ্রহণকারী মহিলাদের জন্য পুরুষ অভিভাবকের প্রয়ােজনীয়তা বাতিল করেছে? 


a. সৌদি আরব 

b. পাকিস্তান

c. ইরাক

d এর কোনটিই নয় 


সৌদি আরব 


Q.3. সম্প্রতি কোন রাজ্যে কন্নড় ভাষায় সমস্ত বৃত্তিমূলক কোর্স (Vocational courses) শেখানাে হবে? 


a. কেরালা

b. তেলেঙ্গানা

c. কর্ণাটক  

d. এর কোনটিই নয় 


কর্ণাটক  


Q.4. সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবা সফলভাবে পরীক্ষা করা হয়েছে? 


a. ভুটান

b. নেপাল 

c. বাংলাদেশ

d, এর কোনটিই নয়


নেপাল 


Q.5. সম্প্রতি কাকে মােহন বাগান রত্ন সম্মানে সম্মানিত করা হবে? 


a. বেন জান্ডি 

b. শিবাজী ব্যানার্জী 

c. আর কে জৈন 

d. এর কোনটিই নয় 


শিবাজী ব্যানার্জী 


Q.6. সম্প্রতি উত্তরাখণ্ড সরকার MBBS ইন্টার্নের স্টাইপেন্ড 7500 থেকে বাড়িয়ে কত করেছে? 


a. 15000 

b. 17000 

c. 12000 

d. এর কোনটিই নয় 


17000 


Q.7. সম্প্রতি Monkey B ভাইরাসে প্রথম মৃত্যু কোথায় হয়েছে? 


a. রাশিয়া 

b. ফ্রান্স

c. চীন 

d, এর কোনটিই নয়


চীন


৫.৪. সম্প্রতি ICC-ব সদস্য হিসাবে নিম্নের কোন দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে? 


a. সুইজারল্যান্ড 

b. মঙ্গোলিয়া 

c. তাজিকিস্তান 

d. উপরের সবকটি 


উপরের সবকটি 


Q.9. সম্প্রতি কোন রাজ্য 'এক ব্লক এক পণ্য ('One Block One Product') প্রকল্প শুরু করছে? 


a. কেরালা 

b. কর্ণাটক 

c. হরিয়ানা 

d. এর কোনটিই নয় 


হরিয়ানা 


Q.10 সম্প্রতি 'The India Story' বইটি কে লিখেছেন? 


a. প্রতীক মিশ্র 

b. বিমল জালান 

c. সীমা নন্দ 

d. এর কোনটিই নয় 

বিমল জালান 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.