Daily Current Affairs In Bengali 22nd July 2021

Daily Current Affairs In Bengali 22nd July 2021

Daily Current Affairs In Bengali 22nd July 2021
Daily Current Affairs In Bengali 22nd July 2021


Current Affairs 22 July 2021 


Q.1. সম্প্রতি চন্দ্র দিবস (Moon Day) কবে পালিত হয়েছে? 


a. 18 জুলাই 

b. 20 জুলাই 

c. 19 জুলাই 

d. এর কোনটিই নয় 


20 জুলাই 


02. সম্প্রতি কোন রাজ্যের কুনারিয়া গ্রামে একটি বালিকা পঞ্চায়েত সংগঠিত হয়েছে? 


a. কেরালা 

b. তেলেঙ্গানা 

c. গুজরাট 

d. এর কোনটিই নয় 


গুজরাট 


Q.3. সম্প্রতি পেড্র ক্যাস্টিলো কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? 


a. বেলারুশ 

b. পেরু 

c. নামিবিয়া 

d, এর কোনটিই নয় 


পেরু 


Q.4. সম্প্রতি কোন ব্যাংক তার গ্রাহকদের জন্য Al Powered  ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স FEDDY চালু করেছে? 


a. PNB 

b. HDFC Bank 

c. Federal Bank 

d. এর কোনটিই নয় 


Federal Bank 


Q.5. সম্প্রতি AIFF Awards 2020-21-এ বর্ষসেরা মহিলা ফুটবলার (Women's Footballer of the Year) কে নির্বাচিত হয়েছেন? 


a. মনীষা কল্যাণ

b. বালা দেবী 

c. সুনীতা বেদী 

d. এর কোনটিই নয় 


বালা দেবী 


Q.6. সম্প্রতি Sparkson Trophy কে জিতেছে? 


a. বেন জান্ডি 

b. বিশ্বনাথন আনন্দ 

c. শিখালী ব্যানার্জী 

d. এব কোনটিই নয় 


বিশ্বনাথন আনন্দ 


Q.7. সম্প্রতি কোন রাজ্যের পুলিশ পিঙ্ক প্রােটেকশন প্রজেক্ট চালু করেছে? 


a. কর্ণাটক

b. কেরালা 

c. হরিয়ানা 

d. এর কোনটিই নয় 


কেরালা 


৫.৪. সম্প্রতি Indian Heritage Institute কোথায় স্থাপন করা হবে? 


a. পুনে

b. নয়ডা

c. ভােপাল 

d. এর কোনটিই নয়


নয়ডা


Q.9. সম্প্রতি কোন রাজ্যে 'সুবর্ণরেখা' সেচ প্রকল্প শুরু হয়েছে? 


a. কেরালা 

b. কর্ণাটক 

c. ওডিশা 

d. এর কোনটিই নয় 


ওডিশা 


Q.10. সম্প্রতি “RSS: Building India Through SEWA” নামক বইটি যেটি চীনা ভাষায় অনূদিত হয়েছে, প্রধান বইটি কে লিখেছেন? 


a. প্রতীক মিশ্র 

b. সুধাংশু মিত্তল 

c. সীমা নন্দ 

d. এর কোনটিই নয় 

সুধাংশু মিত্তল 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.