Daily Current Affairs In Bengali 23rd July 2021
Daily Current Affairs In Bengali 23rd July 2021 |
Current Affairs 23 July 2021
Q.1. সম্প্রতি কোন দেশ সােশ্যাল মিডিয়ার জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করেছে?
a. শ্রীলঙ্কা
b. বাংলাদেশ
c. নেপাল
d. এর কোনটিই নয়
বাংলাদেশ
Q.2. সম্প্রতি কোন রাজ্য সরকার সংস্কৃত পণ্ডিতদের বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
a. কেরালা
b. তেলেঙ্গানা
c. হরিয়ানা
d. এর কোনটিই নয়
হরিয়ানা
Q.3. সম্প্রতি কোন দেশ সফলভাবে S-500 মিসাইল সিস্টেম পরীক্ষা করেছে?
a. চীন
b. রাশিয়া
c. ইউ এস এ
d. এর কোনটিই নয়
রাশিয়া
Q.4. সম্প্রতি কোন রাজ্য সরকার 'বৈদ্যুতিক বাস'-এর ট্রায়াল রান শুরু করেছে?
a. কেরালা
b. তামিলনাড়ু
c. উত্তর প্রদেশ
d. এর কোনটিই নয়
উত্তর প্রদেশ
Q.5. সম্প্রতি 'এরিয়েল হেনরি' কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন?
a. সুদান
b. হাইতি
c. মরােক্কো
d. এর কোনটিই নয়
হাইতি
Q.6. সম্প্রতি DRDO সফলভাবে কোথায় MPATGM (Man-Portable Anti-Tank Guided Missile) পরীক্ষা করেছে?
a. ওডিশা
b. রাজস্থান
c. অন্ধ্র প্রদেশ
d. এর কোনটিই নয়
অন্ধ্র প্রদেশ
Q.7. সম্প্রতি কোন দেশ একটি Maglev ট্রেন উন্মােচন করেছে যা ঘন্টায় 600 কিলােমিটার গতিতে চলতে সক্ষম?
a. রাশিয়া
b. জাপান
c. চীন
d. এর কোনটিই নয়
চীন
Q.৪. সম্প্রতি ভারত সরকার 'স্ট্যান্ড আপ ইন্ডিয়া' প্রকল্পটি কতদিন পর্যন্ত প্রসারিত করেছে?
a. 2023
b. 2025
c. 2024
d. এর কোনটিই নয়
2025
Q.9. সম্প্রতি কোন রাজ্য সরকার জাতীয় ক্রীড়া পদকজয়ীদের (National Sports Medalists) সরকারী চাকরির আশ্বাস দিয়েছে?
a. কেরালা
b. কর্ণাটক
c. আসাম
d. এর কোনটিই নয়
আসাম
Q.10. সম্প্রতি 'Riding Free: My Olympic Journey' বইটি কে লিখেছেন?
a. প্রতীক মিশ্র
b. ইমতিয়াজ আনিস
c. সীমা নন্দ
d. এর কোনটিই নয়
ইমতিয়াজ আনিস