Daily Current Affairs In Bengali 27th July 2021
Daily Current Affairs In Bengali 27th July 2021 |
Current Affairs 27 July 2021
Q.1. সম্প্রতি 'রাষ্ট্রপতি ভবনে' কোন ব্যাঙ্কের শাখা উদ্বোধন করা হয়েছে?
a. PNB
b. SBI
c. BOB
d. এর কোনটিই নয়
SBI
Q.2. সম্প্রতি কোন রাজ্য সরকার দলিত বন্ধু প্রকল্প চালু করেছে?
a. বিহার
b. ঝাড়খন্ড
c. তেলেঙ্গানা
d. এর কোনটিই নয়
তেলেঙ্গানা
Q.3. সম্প্রতি কোন দেশ যােগাযােগ নামে নিজস্ব সােশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লঞ্চ করার ঘােষণা করেছে?
a. নেপাল
b. বাংলাদেশ
c. শ্রীলঙ্কা
d, এর কোনটিই নয়
বাংলাদেশ
Q.4. সম্প্রতি কোন রাজ্য সরকার মহার্ঘ ভাতা (Dearness Allowance) 17% থেকে বাড়িয়ে 28% করার ঘােষণা করেছে?
a. তেলেঙ্গানা
b. তামিলনাড়ু
c. হরিয়ানা
d. এর কোনটিই নয়
হরিয়ানা
Q.5. সম্প্রতি প্রয়াত ফকির আলমগির কে ছিলেন?
a. প্রণেতা
b. গায়ক
c. সাংবাদিক
d. এর কোনটিই নয়
গায়ক
Q.6. সম্প্রতি 'আজাদ কি শৌর্য গাথা প্রদর্শনী কোথায় আয়ােজিত হয়েছে?
a. পুনে
b. নয়াদিল্লি
c. ভােপাল
d. এর কোনটিই নয়
নয়াদিল্লি
Q.7. সম্প্রতি ভারত কোন দেশের সাথে ইন্দ্র 2021 সামরিক মহড়ার (Military Exercise) আযােজন করবে?
a. আমেরিকা
b. রাশিয়া
c. বাংলাদেশ
d. এর কোনটিই নয়
রাশিয়া
Q.৪. সম্প্রতি কোন রাজ্য সরকার দুর্যোগ ব্যবস্থাপনাকে (Disaster Management) বাধ্যতামূলক বিষয় (Compulsory Subject) হিসাবে ঘােষণা কবেছে?
a. কেরালা
b. কর্ণাটক
c. ওডিশা
d. এর কোনটিই নয়
ওডিশা
Q.9. সম্প্রতি Shifting Orbits: Decoding the Trajectory of the Indian Startup Ecosystem এই বইটি কে প্রকাশিত করেছেন?
a. হরপ্রীত সিং
b. অমিতাভ কান্ত
c. সন্দেশ ঝিঙ্গান
d. এর কোনটিই নয়
অমিতাভ কান্ত
Q.10. সম্প্রতি UNESCO বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকা থেকে ইংল্যান্ডের কোন শহরকে অপসারণ করেছে?
a. ম্যানচেস্টার
b. লন্ডন
c. লিভারপুল
d. এর কোনটিই নয়
লিভারপুল