Daily Current Affairs In Bengali 29th July 2021

Daily Current Affairs In Bengali 29th July 2021

 

Daily Current Affairs In Bengali 29th July 2021
Daily Current Affairs In Bengali 29th July 2021

Current Affairs 29 July 2021 


Q.1. সম্প্রতি 'CRPF'-এর 83তম প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়েছে? 


a. 25 জুলাই 

b. 27 জুলাই 

c. 26 জুলাই 

d. এর কোনটিই নয় 


27 জুলাই


Q.2. সম্প্রতি মণিপুর রাজ্য সরকার কোন ক্রীড়াবিদকে ASP পদে নিয়ােগ করেছে? 


a. মেরি কম 

b. হিমা দাস 

c. মীরাবাই চানু 

d. এর কোনটিই নয় 


মীরাবাই চানু


Q.3. সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি সংসদ স্থগিত করেছেন? 


a. মরােক্কো 

b. টিউনিসিয়া 

c. ইথিওপিয়া

d. এর কোনটিই নয় 


টিউনিসিয়া


Q.4. সম্প্রতি কোন মন্ত্রক "SMILE" প্রকল্প চালু করেছে? 


a. স্বরাষ্ট্র মন্ত্রণালয় 

b. নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়

c. সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় 

d. এর কোনটিই নয়


সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়


Q.5. সম্প্রতি ভারতের প্রথম মহাকাশ পর্যটক কে হতে চলেছেন? 


a. সন্তোষ জর্জ কুলাঙ্গারা 

b. রাজু শ্রীবস্তাব 

c. দিনেশ ওব্রয়

d. এর কোনটিই নয় 


সন্তোষ জর্জ কুলাঙ্গারা


Q.6. সম্প্রতি প্রয়াত 'স্টিভেন ওয়েনবার্গ' কোন ক্ষেত্রে নােবেল পুরস্কার জিতেছিলেন? 


a. অর্থনীতি 

b. পদার্থবিজ্ঞান 

c. রসায়ন

d. এর কোনটিই নয় 


পদার্থবিজ্ঞান


Q.7. সম্প্রতি কোন ভারতীয় মহিলা কুস্তিগীর World Cadet Championship-এ 73 কেজি বিভাগে স্বর্ণ পদক জিতেছেন? 


a. প্রিয়া মালিক 

b. গীতিকা জাখর 

c. রিতু রাঠি 

d. এর কোনটিই নয় 


প্রিয়া মালিক


Q.৪. সম্প্রতি 13 বছর বয়সী মােমিলি নিশায়া টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন তিনি কোন দেশের ক্রীড়াবিদ? 


a. চীন 

b. দক্ষিণ কোরিয়া 

c. জাপান 

d. এর কোনটিই নয় 


জাপান


Q.9. সম্প্রতি UNESCO কোন দেশের পাসিও ডেল প্রাডাে এবং রিটারো পার্ককে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে? 


a. ইন্দোনেশীয় 

b. স্পেন 

c. জাপান

d. এর কোনটিই নয়


স্পেন


Q.10. সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম 'Clean' commercial nuclear reactor সক্রিয় করার ঘােষণা করেছে? 


a. রাশিয়া 

b. জাপান

c. চীন 

d. এর কোনটিই নয় 

চীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.