Daily Current Affairs In Bengali 30th July 2021
Daily Current Affairs In Bengali 30th July 2021 |
Current Affairs 30 July 2021
Q.1. সম্প্রতি বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস (World Nature Conservation Day) কবে পালিত হয়েছে?
a. 26 জুলাই
b. 28 জুলাই
c. 27 জুলাই
d. এর কোনটিই নয়
28 জুলাই
Q.2. সম্প্রতি UNESCO নিম্নের কোন স্থানটি কে ভারতের 40তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে নির্বাচিত করেছে?
a. রুদ্রেশ্বর মন্দির (রামপ্পা মন্দির)
b. গােয়ালীয়র
c. ধােলাভিরা
d. এর কোনটিই নয়
ধােলাভিরা
Q.3. সম্প্রতি কোন দেশ Central and South Asia Conference 2021-এর আয়ােজন করেছে?
a. কাজাখস্তান
b. উজবেকিস্তান
c. তাজিকিস্তান
d. এর কোনটিই নয়
উজবেকিস্তান
Q.4. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি Bamboo Industrial Park-এর শিলান্যাস করেছেন?
a. তেলেঙ্গানা
b. তামিলনাড়ু
c. আসাম
d. এর কোনটিই নয়
আসাম
Q.5. সম্প্রতি প্রয়াত 'নান্দু নাতেকর' কোন খেলাধুলার সাথে সম্পর্কিত ছিলেন?
a. হকি
b. ব্যাডমিন্টন
c. ফুটবল
d. এর কোনটিই নয়
ব্যাডমিন্টন
Q.6. সম্প্রতি IMF 2022 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার (Economic Growth Rate)কত শতাংশ থাকার অনুমান করেছে?
a. 9.8%
b. 9.5%
c. 9.1%
d. এর কোনটিই নয়
9.5%
Q.7. সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা সেই রাজ্যের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় (Sports University) প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে?
a. ওডিশা
b. উত্তরাখণ্ড
c. বিহার
d. এর কোনটিই নয়
বিহার
Q.8. সম্প্রতি 2021 সালের ডিসেম্ববে BIMSTEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
a. ভারত
b. শ্রীলঙ্কা
c. নেপাল
d, এব কোনটিই নয়
শ্রীলঙ্কা
Q.9. সম্প্রতি কোন রাজ্য সরকার অনাথ শিশুদের জন্য মাসিক 2000 টাকা সহায়তা ঘােষণা করেছে?
a. রাজস্থান
b. হরিয়ানা
c. গুজরাট
d. এর কোনটিই নয়
গুজরাট
Q.10. সম্প্রতি কোন মহাকাশ সংস্থা 'Super Bit' নামে একটি টেলিস্কোপ তৈরি করছে?
a. JAXA
b. NASA
C. CNSA
d. এর কোনটিই নয়
NASA